জমি বিতর্কে চিঠি লিখে অমর্ত্য সেনের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে যেভাবে জমি দখলের অভিযোগ তুলে সস্তার প্রচার পেতে মেতে উঠেছেন ‘বিজেপি বান্ধব’ হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তাতে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবারই সরাসরিই বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন জমি বিতর্কে নোবেল জয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার বড়দিনের দিন তাঁর পাশে থাকার কথা জানিয়ে চিঠি দিলেন তিনি।
মমতার অভিযোগ, ‘অমর্ত্য সেন আদর্শগতভাবে বিজেপি বিরোধী বলেই চক্রান্তের শিকার হয়েছেন। ওঁর মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে নিয়ে যে নোংরা চক্রান্ত শুরু হয়েছে, তা আসলে বাংলার অপমান।’
নোবেলজয়ী অর্থনীতিবিদের অপমান কোনও ভাবেই সহ্য করা হবে না বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই শান্তিনিকেতনের বাসিন্দা অর্মত্য সেন।
কয়েক বছর আগেই তিনি শান্তিনিকেতনের বাড়িটিতে তাঁর স্বেচ্ছাসেবী ও গবেষণামূলক সংস্থা ‘প্রতীচির’ কার্যালয় খুলেছেন। সময় সুযোগ পেলেই শান্তিনিকেতনে ঘুরতে যান তিনি।
সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদকে এক চিঠি পাঠিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মারাত্মক অভিযোগ তোলেন। তাঁর দাবি, নোবেলজয়ী অর্থনীতিবিদের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমির খানিকটা অংশ বিশ্বভারতীর।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bengal-farmers-are-not-getting-money-because-of-the-central-government-insistence/
যদিও পাল্টা চিঠি পাঠিয়ে শুধু সেই অভিযোগ খারিজই করেননি বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, নিজের বিরক্তিও গোপন রাখেননি। এমনকী তাঁর ঘনিষ্ঠদের দাবি, মোদি সরকারের কট্টর সমালোচক হওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের হাস্যকর অভিযোগ তুলেছেন বিশ্বভারতীর উপাচার্য। রাজনৈতিক প্রভুদের খুশি রাখতেই এমন বেআক্কেলে কাজ করেছেন তিনি।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর উপাচার্যের বিস্ফোরক অভিযোগ নিয়ে জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘অমর্ত্য সেন কেন বিশ্বভারতীর জমি দখল করতে যাবেন? আসলে উনি আদর্শগতভাবে বিজেপি বিরোধী। তাই তাঁকে নিয়ে এমন চক্রান্ত চলছে। তবে জেনে রাখবেন, অমর্ত্য সেনকে অপমান মানে বাংলাকে অপমান। আমরা কিছুতেই মেনে নেব না। অমর্ত্য সেনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে নিয়ে এমন চক্রান্তের বিরুদ্ধে নিন্দা জানানোর মতো ভাষাও নেই।’