শিলিগুড়িতে জনসংযোগ যাত্রায় বাম বিধায়ক অশোক ভট্টাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। জোরকদমে প্রচার শুরু করছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসুচী শুরু করলেন সিপি(আই)এম বিধায়ক অশোক ভট্টাচার্য। রবিবার শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করলেন তিনি। শুনলেন শিলিগুড়ির বাসিন্দাদের অভাব এবং অভিযোগের কথা।

সারা বাংলা জুড়ে বঙ্গধ্বনি যাত্রা শুরু করেছে তৃণমূল। পাল্টা গৃহসম্পর্ক অভিযানে নেমছে বিজেপি। এই মুহুর্তে জায়গা ছাড়তে রাজি নয় বামেরাও। এদিন শিলিগুড়ির পুর প্রশাসক বলেন, সারা বছরই আমরা এই কাজ করে থাকি। এখনও করছি। রাজ্য সরকার যমের দুয়ারে চলে গিয়েছে। কটাক্ষ শিলিগুড়ির বাম বিধায়কের।

আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান শিবসেনার

একইদিনে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় বাম বিধায়কের বাড়িতে উপস্থিত হলেন তৃণমূলের জেলাসভাপতি রঞ্জন সরকার। বাম বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেন, পুরসভায় কোনও কাজ করেননি। বিধানসভায় জিততে পারবেন? আগে জিতে দেখান।

শিলিগুড়ি বিধানসভা বামেদের দখল থাকলেও উনিশের লোকসভা নির্বাচনে এগিয়ে ছিল বিজেপি। দুনম্বরে তৃণমূল এবং তিন নম্বরে বামেরা। তাই বিজেপির দাবী, তৃণমূল যমের দুয়ারে চলে গেছে। সিপিএম এখন নেই। বিজেপি এলে সোনার বাংলা তৈরি হবে।

সম্পর্কিত পোস্ট