নতুন ভোর দেখার আগেই আগেই চিরঘুমে সৈয়দ
নতুন ভোর দেখার আগেই আগেই চিরঘুমে সৈয়দ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন বছরকে স্বাগত জানাতে হলদিয়ার ১৭ নম্বর ওয়ার্ডের তরফে আয়োজন করা হয়েছিল ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই মতই বছরের শেষ দিন সকালে শুরু হয়েছিল ঢালাই বল প্রতিযোগিতা। খেলা চলছিল খান এন্টারপ্রাইজ ও দাসের মোড় দলের মধ্যে।
খেলা চলাকালীন খান এন্টারপ্রাইজ দলের ডিফেন্ডার সৈয়দ হেড দিয়ে বল পাসের পরই হাত নেড়ে ইসারায় তার পরিবর্তে অন্য খেলোয়াড় নামাতে বলে। শুরু হয় সেই প্রস্তুতিও। কিন্তু কোনো পক্ষকেই সময় না দিয়ে অকস্মাৎ মাটিতে লুটিয়ে পড়ে বছর ১৬র সৈয়দ।
তৎক্ষণাৎ তাকে দ্রুত হলদিয়া মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই্ তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। সৈয়দের এই অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। বারবার জ্ঞান হারাচ্ছেন বাবা-মা। বাতিল করা হয়েছে অন্যান্য কর্মসূচীও।
সৈয়দের সহ খেলোয়াড়দের কথায়, আগে খেলতে গিয়ে কখনও এরকম ভাবে পড়ে যায়নি সৈয়দ। খেলার সময় কোনও রকম অসুস্থার লক্ষণও দেখা যায়নি। সৈয়দের সহ খেলোয়াড় শেখ রাকিবুলের কথায়, “এ দিন বল হেড করার পরে ও অস্বস্তি অনুভব করছিল বলে মনে হয়। কিছু একটা বলার চেষ্টা করছিল। তারপর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। কি হল বুঝতে পারলাম না।”
কী কারণে মৃত্যু হল সৈয়দের তা জানত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কিশোরের।