পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানে তুলকালাম, গ্রেফতার বেশ কয়েকজন শিক্ষাকর্মী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মেয়ো রোডে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মিছিলের মধ্যেই। পুলিশের দাবি, অনুমতি ছাড়াই পার্শ্বশিক্ষকরা মিছিল শুরু করেছেন।

মিছিলে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে মেয়ো রোড। পার্শ্বশিক্ষকদের একাধিক সংগঠন এদিনের আন্দোলনে শামিল হন। আদালতের তরফে শর্ত সাপেক্ষে তাদের আন্দোলন জারি রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে নবান্ন অভিযানের অনুমতি মেলেনি।

ময়দান এবং শহীদ মিনার চত্বরে তারা তিন দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ এ বসবেন বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল সোমবার নবান্ন অভিযান। সেই মোতাবেক কলকাতার রেড রোড চত্বরে মিছিল শুরু হতেই অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার রাজপথ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/supreme-court-push-back-center-on-farm-law/

শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানারে শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হোন শিক্ষক সংগঠনগুলি। প্রাথমিকভাবে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও নবান্ন অভিমুখে মিছিল শুরু হতেই রাজপথে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়।

পার্শ্ব শিক্ষকদের একাধিকবার মিছিল না করার জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফে। তবে পার্শ্বশিক্ষকরা নিজেরা শেষ পর্যন্ত অনড় থাকেন। বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত ভাবে মিছিল বন্ধ করে শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে ফিরে এসে আন্দোলন জারি দেখেছেন পার্শ্বশিক্ষকরা।

সম্পর্কিত পোস্ট