জেলার প্রশাসনিক কর্তাদের সাফ বার্তা দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার রাজ্যে আসেন ডেপুটি নির্বাচনী কমিশনার সুদীপ জৈন। বুধবার সকাল থেকেই দফায় দফায় একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। একাধিক জেলার জেলাশাসকদের বৈঠকের পর ডেপুটি নির্বাচনী  কমিশনারের সাফ বার্তা, ভোটে কোনোরকম অশান্তি বরদাস্ত করা হবে না। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও আমলা অথবা আধিকারিকদের কোনোরকম গাফিলতি থাকলে সঙ্গে সঙ্গে অপসারণ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের চুড়ান্ত ভোটার তালিকা। এই তালিকা অনুযায়ী হবে বিধানসভার নির্বাচন। তবে চলতি মাসে পশ্চিমবঙ্গ সফরে এসে আইনশৃঙ্খলার অপর বিশেষ নজর দিতে চেয়েছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। একেবারে কড়া সতর্কতা জারি করলেন জেলা প্রশাসনিক আধিকারিকদের।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/deputy-election-commissioner-in-the-state-will-meet-administrative-officials-at-the-district-level/

তিনি সাফ জানিয়ে দেন, ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও আমলা অথবা আধিকারিকদের কোনোরকম গাফিলতি থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে অপসারণ করা হবে। শো-কজ ছাড়াই সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনের আগে একাধিক ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলি। ভোটের আগে একাধিক জেলায় অশান্তির খবর আসতে দেখা যায়। সেনিয়েও বীরভূম, হুগলী সহ বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারকে প্রশ্নও করেন তিনি। ভোটের আগে অশান্তির জন্য প্রশ্ন করেন কলকাতা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারদের।

পাশাপাশি ডেপুটি নির্বাচন কমিশনার জানিয়েছেন, আন্তঃ রাজ্য সীমানার ওপর নজরদারি রাখতে হবে। যে কোনোরকম অনুপ্রবেশকে আটকাতে হবে। সেইসঙ্গে সংবেদনশীল বুথ গুলি নিয়েও আলোচনা করেন তিনি।

এদিন ২০১৬ এর বিধানসভা নির্বাচন এবং ২০১৯ সালের ভোটের পরিসংখ্যান নিয়ে আগামী সপ্তাহে ফের বৈঠক ডেকছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

সম্পর্কিত পোস্ট