বায়ু দূষণের মোকাবিলায় এবার কলকাতার রাজপথে ই ক্যাব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমবর্ধমান বায়ু দূষণের সমস্যার মোকাবিলায় এবার কলকাতায় বিদ্যুৎ চালিত ট্যাক্সি বা ই ক্যাব পথে নামানো হচ্ছে। প্রথম দফায় পুজোর আগেই প্রায় এক হাজারটি ই ক্যাব পথে নামবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। ওলা উবরের মত এই ই ক্যাব পরিষেবাও হবে অ্যাপ নির্ভর।

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে। ই-ক্যাবের জন্য পরিবহন দফতর শহরের বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন তৈরি করবে।

জানা গিয়েছে, আগামী মাসের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা। দূষণ রুখতেই পেট্রোল- ডিজেল বিহীন এই ক্যাবের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদ্যুতিক এই ক্যাবের ভাড়া হবে পরিবহণ দফতরের গাইডলাইন মেনে। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থা পেয়েছে ছাড়পত্র। সরকারের উদ্যোগে দূষণ এবং জ্বালানির মুল্যবৃদ্ধিতে রাশ টানতে ইতিমধ্যেই নামানো হয়েছে ইলেক্ট্রিক বাস। নামবে ই- অটোও। আর এদিকে পুজোর আগেই আসছে ই-ক্যাব।

ই- গাড়িতে উৎসাহ বাড়াতে একাধিক ছাড় দিচ্ছে রাজ্য সরকার। -গাড়ি নামানোর ক্ষেত্রে উৎসাহ জোগাতে একগুচ্ছে ছাড়ও দিচ্ছে রাজ‌্য সরকার। তাতেই ই-গাড়িতে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানাচ্ছেন দফতরের কর্তারা। বেড়েছে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশন। দপ্তরসূত্রে খবর, এসি ট‌্যাক্সির বেস ফেয়ারের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ ভাড়া নিতে পারবে এই গাড়ি। নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা।

‘চোখের আলো’ কর্মসূচিকে সফল করতে এবার আশা কর্মীদের ব্যবহার করবে রাজ্য

প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৫০ পয়সা। নির্দেশিকা অনুযায়ী অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক নেওয়া যাবে ২৮ টাকা ভাড়া।, সমস্ত ধরনের ক্যাব প্রতি কিলোমিটারে সর্বাধিক ভাড়া নিতে পারবে ২৮ টাকা।

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে। জানা গিয়েছে, ই-ক্যাবের জন্য বিভিন্ন জায়গায় তৈরি হবে চার্জিং স্টেশন।

সম্পর্কিত পোস্ট