১১ দফা দাবিতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন মহিলা মোর্চার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন সহ ১১ দফার দাবিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন প্রদান করলো কালিয়াগঞ্জ মহিলা মোর্চা।
এদিন দুপুরে বিজেপির শহর মন্ডল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। স্টেট জেনারেল হাসপাতালের সামনে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। এরপর মহিলা মোর্চার প্রতিনিধিদল হাসপাতালের সুপার প্রকাশ রায়ের হাতে ১১ দফা দাবি তুলে দেন।
এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভা নেত্রী শিবানী মজুমদার, জেলা সম্পাদিকা দোলা মোদক, কালিয়াগঞ্জ শহর মহিলা মোর্চার সভানেত্রী মাম্পি সিংহ রায়, জেলা পরিষদের সদস্য কমল সরকার, বিজেপি নেতা কার্তিক পাল,জেলা যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস সহ বিজেপি নেতৃত্ব।
নজরে মালদা ও মূর্শিদাবাদ, গোষ্ঠীকোন্দল রুখতে ৭ জনের বিশেষ কমিটি
এদিন তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল-
- হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের ব্যবস্থা করতে হবে,
- হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে,
- হাসপাতালে নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে,
- হাসপাতালে ডিজিটাল এক্সরের ব্যবস্থা করতে হবে অবিলম্বে,
- হাসপাতালে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে,
- ভোটের সময় হাসপাতালকে নিয়ে রাজনৈতিক তরজা করা চলবে না
হাসপাতাল সুপার প্রকাশ রায় বিষয়টি জেলা স্তরে জানাবেন বলে এদিন আশ্বাস দেন। উল্লেখ্য এদিন তাদের দাবি মত সাংবাদিক সম্মেলন থেকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ৬০ টি বেডের বদলে ২৫০ টি বেডের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, এতে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আমজনতা আগামীদিনে স্বাস্থ্যক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন বলেও মন্তব্য করেন তিনি।