নন্দীগ্রামে হামলার প্রতিবাদে বিজেপির অবরোধ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তমলুকে সোমবার সভা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার আগে নন্দীগ্রামের টেঙ্গুয়াতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপি সমর্থকদের।
অভিযোগ, সোমবার সকালে নন্দীগ্রামের মহম্মদপুরে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা চালান। আহত হন দুই জন সক্রিয় বিজেপি কর্মী।
তাঁদেরকে প্রথমে রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় এবং তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এমনকি বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়ে বিওলে অভিযোগ। সেই অভিযোগে বিক্ষোভে বসেন বিজেপি নেতারা।
বিজেপির তরফে অভিযোগ, প্রত্যেকদিনে ধরেই চলছে এই ঘটনা। কিন্তু কোনও ঘটনাতেই পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে অভিযোগ তুলছেন বিজেপি নেতারা।
আরও পড়ুনঃ সিকিম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চিনের, ভারতের সঙ্গে সংঘর্ষে আহত ২০ চিনা জওয়ান
সেকারণেই সোমবার সকালে তেঙ্গুয়া মোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত বিরাট পুলিশ বাহিনী।
অন্যদিকে এদিনই বিজেপির তমলুক জেলা সাংগঠনিক এর উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার জেলা পুলিশ সুপারের কাছে বিক্ষোভ অবস্থান।
দুপুর একটায় তমলুকের হাসপাতাল মোড় থেকে মিছিল করে তমলুক শহর পরিক্রমা করে তমলুকের মানিকতলা মোড়ের কাছে জেলা পুলিশ সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবে বিজেপি। উপস্থিত থাকবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এছাড়াও তমলুক জেলা সাংগঠনিক সভাপতি নবারুন নায়েক, তমলুক শহর মন্ডল সভাপতি সুকান্ত চৌধুরী বিজেপির কর্মী-সমর্থকেরা।
অভিযোগ, বেশ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কর্মী সমর্থকদের ওপরে হামলা সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল এবং পুলিশ মিথ্যা মামলায় জড়াচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের। সেই অভিযোগ এনেই পুর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী অবস্থান বিক্ষোভ করবেন শুভেন্দু অধিকারী।