কাউন্সিলরদের মন বুঝতে শুক্রবার বৈঠকে বসছেন ফিরহাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু-শোভনের হাত ধরে শহর কলকাতার কাউন্সিলররাও যোগ দিতে পারেন বিজেপিতে, এমন সন্দেহ দানা বাধছে শাসক শিবিরে। এই জল্পনার মাঝেই কলকাতা পুরসভার সমস্ত জনপ্রতিনিধিদের মন বুঝতে বসছে তৃণমূল কংগ্রেস।
দলীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ কলকাতার অহীন্দ্র মঞ্চে আগামী শুক্রবার ৫ই ফেব্রুয়ারি হবে এই বৈঠক। আর সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমগ্র কলকাতায় তৃণমূলের সাংগঠনিক অবস্থা বুঝে নিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
সাংগঠনিক দিক দিয়ে কলকাতায় এখনও শাসক দল তৃণমূলের তুলনায় কিছুটা পিছিয়ে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে কলকাতার ১১টি বিধানসভা আসনের সবকটিই তৃণমূলের দখলে থাকলেও আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় বেহালা পূর্বের মতো আসনে বিজেপি লড়াইয়ে রয়েছে।
আগামী ৬ মাসের জন্য কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন প্রশাসক ফিরহাদ হাকিম
উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও কলকাতার দুটি লোকসভা আসনেই জয়লাভ করে রাজ্যের শাসকদল তৃণমূল। প্রসঙ্গত কলকাতা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি আর সেই গড়কে বিজেপির হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
একুশের বিধানসভা ভোটে কলকাতার ১১টি আসনে জয়ের পাশাপাশি কলকাতার সন্নিহিত জেলা দুই ২৪পরগণাতেও সব আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে তৃণমূলকংগ্রেস।তাই ঘর গুছিয়েই লড়াইয়ে নামতে চায় দল।