২৮ ফেব্রুয়ারীর মধ্যে আপার প্রাইমারীতে নিয়োগে দিতে হবে অন্যথা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী শিক্ষকদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার শিক্ষক ঐক্য মঞ্চের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় করুণাময়ীতে। শিক্ষকদের মিছিল পুলিশ আটকে দেয়। শুরু হয় ধস্তাধস্তি। বহু আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
শিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানানো হচ্ছে বারবার সমবেতন এর দাবি জানিয়ে কোন সুরাহা পাচ্ছেন না তারা। বেতন কাঠামোর পুনর্বিন্যাসের আশ্বাস দেওয়া হচ্ছে সরকারের তরফে তবে বাস্তবায়িত হচ্ছে না। রীতিমতো বাধ্য হয়েই আন্দোলনকারীরা পথে নেমেছেন।
শিক্ষক আন্দোলন যেন তাড়া করে বেড়াচ্ছে সরকারকে। ধর্মতলা, বিকাশ ভবন, সেন্ট্রাল পার্ক, প্রেসক্লাব সহ একাধিক জায়গায় বিভিন্ন সময় শিক্ষকরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। উত্তাল হয়ে উঠেছে মহানগরীর রাজপথ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা হাজির হয়েছেন। রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বারবার। তবে ফলপ্রসূ হয়নি।
বিধানসভার অধিবেশন শুরুর দিনেই আন্দোলনকারী মহিলা শিক্ষকরা বিধানসভা চত্বরে পৌঁছে যান। ৬ নম্বর গেটের সামনে বসে পড়েন। কয়েকজন মাথায় উঠে গিয়ে গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা। পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যান।
গরু ও কয়লা পাচারের টাকায় হাসপাতাল ! বারিক বিশ্বাসকে নিজাম প্যালেসে তলব CBI-র
অন্যদিকে ধর্মতলার ওয়াই চ্যানেলে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ চলছে। ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত যারা আপার প্রাইমারিতে চাকরি পাননি তারা ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছেন ।
তাদের দাবি, দীর্ঘ সাত বছর ধরে তাদের নাম আপার প্রাইমারিতে থাকা সত্ত্বেও চাকরি পাননি। সেই ক্ষোভ নিয়ে এদিন তারা বিক্ষোভ শুরু করেছেন। তাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের রাজ্য সম্পাদক আনিসুর রহমান।
আনিসুর রহমান জানিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি রাজ্য সরকারকে মানতে হবে। যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।
দীর্ঘ সাত বছর ধরে এই সমস্ত চাকরিপ্রার্থীদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক চাকরিপ্রার্থী আত্মহত্যা করেছে বলে তাঁরা জানিয়েছেন। আবার অনেকে উপার্জনের পথ হিসেবে বিকল্প পথ বেছে নিয়েছেন।
আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন এই ওয়াই চ্যানেলে।