মার্চের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরপর ৪ দিন বন্ধ ব্যাঙ্ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ১৫ ও ১৬ তারিখ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। মার্চ মাসে ১৩ ও ১৪ তারিখ শনি ও রবিবার থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ১৫ ও ১৬ ধর্মঘট থাকায় চরম ভোগান্তির শিকার হতে হবে আমজনতাকে বলে মনে করা হচ্ছে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার আলোচনায় বসেছিল UFBU। এই বৈঠকেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের মতে কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্ত দেশকে পিছনের দিকে ঠেলে দেবে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের এক শীর্ষ নেতৃত্বের কথায়, এবারের বাজেটে ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে।যা দেশের পক্ষে হিতকর।
সেগুলি হল-
- IDBI ও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণ,
- অনাদায়ী ব্যাঙ্ক তৈরি, LIC-র বিলগ্নিকরণ,
- একটি সাধারণ বিমা সংস্থার বেসরকারিকরণ,
- বিমাক্ষেত্রে ৭৪ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ছাড়
- রাষ্ট্রায়ত্ত সংস্থার বিক্রি ও বিলগ্নিকরণ
মানুষের পাশে না থেকে শুধু নিজের পরিবারকে দেখলে, তাদের পাশে নেই তৃণমূল: মমতা
এদিনের দীর্ঘ আলোচনার পর অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত জানিয়েছেন, আগামী ১৫ এবং ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে UFBU। ব্যাঙ্কের কর্মচারী ও আধিকারিকরা যোগ দেবেন এই ধর্মঘটে বলে জানা গিয়েছে।
UFBU-র একই ছাতার তলায় রয়েছে AIBEA, AIBOC, NCBE, BEFI, INBEF, INBOC, NOBW, NOBO –মত সংগঠনগুলি।
উল্লেখ্য, ২০২০ সালে করোনায় জর্জরিত হলেও বিভিন্ন সময়ে একাধিক ইস্যুকে সামনে রেখে ব্যাঙ্ক ধর্মঘটের সম্মুখীন হয়েছেন আমজনতা। ২০২১ এর শুরু হতে না হতেই নতুন করে ব্যাঙ্ক ধর্মঘটে ফের সাধারণ মানুষকেই বিড়ম্বনায় পড়তে হবে বলে মত পর্যবেক্ষকদের।