পশ্চিমবঙ্গেও কৃষকদের মহাপঞ্চায়েত! স্পষ্ট করলেন হান্নান মোল্লা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাল্টাচ্ছে আন্দোলনের পরিকল্পনা। শুধুমাত্র দিল্লি উপকন্ঠে নয়, দেশের সমস্ত রাজ্য এমনকি জেলাগুলিতে মহাপঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা। সমস্ত রাজ্যের মতো ধাপে ধাপে পশ্চিমবঙ্গেও হতে পারে মহাপঞ্চায়েত। মঙ্গলবার এই কথা জানিয়েছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়িত।
এবিষয়ে অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লার সঙ্গে কথা বলে দ্য কোয়ারি। তিনি জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি আমরা যারা সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ, তাঁরা ঠিক করেছি বিভিন্ন রাজ্যে গিয়ে বিজেপির কৃষি বিরোধী আইনের সম্পর্কে প্রচার করব। এক্ষেত্রে কোনও দল নয়, যাবেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়া একাধিক ধাপে হবে। এখন যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে হচ্ছে। সেখানে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা যাচ্ছেন সেখানে জানানো হচ্ছে কেন আমরা ‘কালো আইন’ -এর বিরোধিতা করছি। একইসঙ্গে কেন বিজেপি কর্পোরেটদের পক্ষে গিয়ে তাঁদেরকে ডিফেন্ড করছে।
আরও পড়ুনঃ দেশজুড়ে চলবে মহাপঞ্চায়েত, আন্দোলনের নতুন স্ট্র্যাটেজি কৃষকদের
বিভিন্ন রাজ্যে কৃষি আইনের বিরোধিতায় সভার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। একাধিক রাজ্যে সভা শুরু হয়েছে। বুধবার রাজস্থানের গঙ্গানগর জেলায় সভা রয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন সংযুক্ত কিষাণ মোর্চার একাধিক নেতৃত্ব। এরকম সভা একাধিক রাজ্যে করা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আলোচনায় প্রস্তাব এলে সেবিষয়ে আলোচনা করে সভা করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার হরিয়ানার রোহতকে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়িত। তিনি জানিয়েছিলেন, উত্তর ভারত ছাড়াও আমরা গুজরাট, মহারাষ্ট্র সহ পশ্চিমবঙ্গে মহাপঞ্চায়েত করবেন তাঁরা। পশ্চিমবঙ্গের কৃষকরা সমস্যার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তাই পশ্চিমবঙ্গেও মহাপঞ্চায়েত করবেন তাঁরা।
যদিও এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন রাকশ টিকায়িত। শুধুমাত্র কৃষকদের সমস্যার কথাই বলতে যাবো।