মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১১ ফেব্রুয়ারি বামেদের নবান্ন অভিযানে মৃত বাঁকুড়ার ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবীতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল। এবিষয়ে জনস্বার্থ মামলার পাশাপাশি মামল করেছে বামেরাও।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রাজেশ বিনদান এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার দৃষ্টি আকর্ষণ করা হয়। এদিন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ১১ ফেব্রুয়ারি বাম ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে মৃত্যু হয় বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্যার। একজন এখনও অবধি নিখোঁজ। তাঁর কোনও খোঁজ মেলেনি।
পুলিশের লাঠিচার্জ মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে আদালতকে জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেকারণেই গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানান তিনি।
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণায় ধীরে চল নীতি মমতার
বেকারত্ব, কর্মসংস্থান এবং শিল্প সহ একাধিক দাবীতে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দেয় দশটি বাম ছাত্র সংগঠন। সেই কর্মসুচীতে পুলিশের লাঠির ঘায়ে আহত হন কোতলপুরের মইদুল। ১৫ ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁর।
জনস্বার্থ মামলাকারীর পক্ষে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চাইছেন তাঁরা। এমনকি তদন্ত নিরপেক্ষ তদন্ত হবে বলে আশা করেন তিনি। রাজ্য সরকারের গঠিত সিটের ওপর ভরসা করতে চাইছেন না তিনি।