মিনাখাঁয় পরিবর্তন যাত্রার ট্যাবলোয় বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত গোটা এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচিতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শনিবার একদিকে যখন বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিকে সামনে রেখে দোলতলা মোড় থেকে হাবড়া পর্যন্ত বাইক মিছিল করেন সৌমিত্র খাঁ, তেজস্বী সূর্য সহ অন্যান্যরা। তখনই মিনাখাঁর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে।
যদিও তৃণমূলের তরফে বোমাবাজির সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি ছিল।
শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে পরিবর্তনের যাত্রার ট্যাবলো কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে হয়ে বসিরহাটে উদ্দেশ্যে যাত্রা করে। মালঞ্চ থেকে মিনাখাঁ হয়ে টাকি যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
মিনাখাঁ বামুনপুকুরের কাছে ট্যাবলো আসতেই বাসন্তী হাইওয়ের ওপর বিজেপির ট্যাবলো লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।
আঘাত লাগে দিলীপ ঘোষের সামনে দুটি কনভয়ে। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন দিলীপ ঘোষ। ছিঁড়ে ফেলা হয় পোস্টার। সেই ট্যাবলোর সঙ্গে থাকা বাইক আরোহীরা স্থানীয় একটি তৃণমূলের পার্টি অফিসে তৎক্ষণাৎ ভাঙচুর চালান।
রাজ্যে এল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রুটমার্চের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনে
তাদের দাবি বিজেপির কর্মীদের লক্ষ্য করে বোমা ছুঁড়েছে তৃণমূল। এরপরেই উভয়পক্ষের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন।
এ বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, পুরোটাই তৃণমূলের প্ল্যানমাফিক কাজ। আমাদের ওপর প্রথমে আক্রমণ চালিয়েছিল তৃণমূলের কর্মীরা। আমাদের বাঁচাতে এগিয়ে আসেন বিজেপির কর্মকর্তারা। তখনই উভয়পক্ষের মধ্যে এই গণ্ডগোলের সূত্রপাত।
পাল্টা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন এটা পুরোটাই বিজেপির গেম। ওদের মিটিং মিছিল সভায় লোক হচ্ছে না তাই সংবাদমাধ্যম সহ জনগণের দৃষ্টি আকর্ষন করতেই এই কাজ করেছে। এরসঙ্গে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয়।
তিনি আরো বলেন ওরা বুঝে গেছে বাংলার মানুষ কখনোই গুজরাটি কালচার বাংলায় চালাতে দেবে না। তাই জনগণকে ভুল বোঝাতে লোক জড়ো করে নিজরাই কান্ড ঘটিয়েছে।
প্রতিবেদন লেখার সময় শেষ পাওয়া খবর অনুযায়ী, বাসন্তী হাইওয়ে মালঞ্চ বাজারে আক্রান্ত বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে অবরোধ শুরু করেছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।