গোষ্ঠীদ্বন্দ্বের জের, সরিয়ে দেওয়া হল পুর্ব বর্ধমান বিজেপির জেলা সভাপতিকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত ২১ জানুয়ারি পুর্ব বর্ধমানের বিজেপি সভাপতি সন্দীপ নন্দীকে অপসারণের দাবীতে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বর্ধমান শহরের উল্লাস মোড়। শুক্রবার আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্বের কারণে ওই পদ থেকে অপসারিত করা হল সন্দীপ নন্দীকে। নতুন সভাপতি হলেন অভিজিৎ ত।
গত মাসেই আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্বের কারণে পুর্ব বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপির একটি গোষ্ঠী। অভিযোগ, তৃণমূলের সঙ্গে আঁতাত রেখে কাজ করছেন বিজেপি সভাপতি সন্দীপ নন্দী।
আরও পড়ুনঃ রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ঘটনার পিছনে তৃণমূলের ইন্ধন রয়েছে বলে দাবী করে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
ঘটনার পর সন্দীপ নন্দী সহ বেশ কয়েকজনকে শোকজ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও সন্দীপ নন্দীকে সরানোর দাবীতে জেলার একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু করে আদি বিজেপি। এমনকি আলাদা করে প্রার্থী দেওয়ার ঘোষণা করে তাঁরা।
শুক্রবার বিজেপির দ্বন্দ্ব মেটাতেই সরিয়ে দেওয়া হল সন্দীপ নন্দীকে। এই মুহুর্তে রাঢ়বঙ্গ জোনের বুথ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সন্দীপ নন্দীকে সরিয়ে দেওয়ার ফলে নৈতিক জয় হয়েছে বলে মনে করছেন পুর্ব বর্ধমানের আদি বিজেপি। দলের স্বচ্ছ ভাবমুর্তি নিয়েই এবার প্রচারে নামতে চাইছেন তাঁরা।