কোকেনকাণ্ডে আরও এক মহিলাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোকেনকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তের নাম প্রিয়াঙ্কা সিংহ। পুলিশের দাবী, প্রিয়াঙ্কাকে কাজে লাগিয়ে কারবারীদের কাছ থেকে মাদক সরবরাহ করতেন রাকেশ সিংহ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হতে পারে।
মাদক কারবারিদের কাছ থেকে সাড়ে নয় কেজি মাদক কিনে রাকেশ সিংকে দেন বলে অভিযোগ। আগেও রাকেশ সিংকে মাদক সরবরাহে সাহায্য করতেন বলে অভিযোগ। প্রিয়াঙ্কার থেকে বিস্তর তথ্য মিলেছে। দাবী পুলিশের।
ধৃতের সঙ্গে আন্তর্জাতিক মাদক কারবারের কোনও যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার প্রিয়াঙ্কাকে আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করতে চাইছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
আরও পড়ুনঃ স্ট্যান্ড রোডের বহুতলে আগুন, কয়েকজন দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা
এখনও অবধি ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জন। গত মাসেই নিউ আলিপুর থেকে দশ লক্ষ টাকার কোকেন সমেত বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক এবং হুগলী জেলার পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ।
বিজেপি নেতা রাকেশ সিং তাঁকে ফাঁসিয়েছে। অভিযোগ তোলেন পামেলা। এরপরে বর্ধমানের গলসি থেকে রাকেশ সিং এবং আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।,
এছাড়াও চলতি মাসে সুরোজকুমার শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযোগ, যেদিন পামেলা ধরা পড়েন, সেদিন তাঁর সঙ্গে ছিলেন অমৃত সিং নামে এক ব্যক্তি। ওইদিন সুরজের স্কুটারে চেপে চম্পট দেয় অমৃত।
অমৃতকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুধুমাত্র এরাজ্যে নয়, আরও তিন রাজ্যে শুরু হয়েছে অমৃতের খোঁজ। একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খোঁজ শুরু করেছে গোয়েন্দা বিভাগ। খোঁজ জারি রাখতে জেরা শ্যুরু করেছে পুলিশ।