WB Election 2021- মহামায়া মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার পর্ব শুরু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। তারপরেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন ২১-র নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা। ৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন নন্দীগ্রামে। ১০ তারিখ জমা দেবেন মনোনয়ন।

অন্যদিকে কার্যত মঙ্গলবারই বাঁকুড়া মাচানতলায় মহামায়া মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করে দিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। তাঁর আগমনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিনতী মিশ্র। এদিন প্রথমেই তাঁর বাড়িতে যান সায়ন্তিকা। প্রচার শুরু করার আগে তিনি তাঁর পূর্বসূরির আশীর্বাদ নিতে যান। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেত্রী মিনতি মিশ্র সায়ন্তিকা ব্যানার্জিকে আশীর্বাদ করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে তিনি এবার অবশ্যই জয়ী হবেন সায়ন্তিকা।

শুক্রবার প্রকাশিত হবে তৃণমূলের ইস্তাহার

এদিন বাঁকুড়ার তৃণমূল ভবনে সায়ন্তিকা এক সাংবাদিক সম্মেলন করেন। উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। তিনি বলেন, “নায়িকা হিসেবে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। এবার রাজনৈতিক নেতা হিসেবে তিনি সেই স্বীকৃতি তার কাজের মাধ্যমে আদায় করে নেবেন।“

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীকে নিয়ে ভাবিত নন। কারণ তাঁর সঙ্গে মমতা ব্যানার্জি আছেন। বহিরাগত প্রশ্নে সায়ন্তিকার স্পষ্ট জবাব, এর উত্তর বাঁকুড়ার মানুষ দেবে। মুনমুন সেনের প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, হাতের পাঁচটা আঙুল সমান নয়। তবে তৃণমূলের প্রত্যেকেরই একটিই কাজ মমতা ব্যানার্জির হাত শক্ত করা।

একইসঙ্গে তিনি এদিন বলেন, মন্দিরে পুজো দিয়ে তিনি মায়ের কাছে আশীর্বাদ কামনা করেছেন। বাঁকুড়ার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত। এই কাজের জন্য তিনি বাঁকুড়ার মানুষের সাহায্য কামনা করেন সায়ন্তিকা।

তিনি দাবি করেন, খেলা শুরু হয়ে গেছে। এবার রাতে দিনে সবসময় জোরদার খেলা হবে।

সম্পর্কিত পোস্ট