West Bengal Election: দিনহাটা শহরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তপ্ত গোটা এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার সকালে দিনহাটা শহরের বিজেপির দলীয় কার্যালয় সংলগ্ন পশু হাসপাতালের বারান্দা থেকে ওই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দিনহাটা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা টাউন মণ্ডলের ওই সভাপতির নাম অমিত সরকার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির অভিযোগ, ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা তাঁদের ওই নেতাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। ওই ঘটনার তদন্ত করে দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় জানিয়েছেন, যে কোন মৃত্যু দুঃখজনক। যে বিজেপি নেতা বা কর্মী খুনের অভিযোগ তুলেছেন, তিনি নিশ্চয় দেখে ওই দাবি করেছেন। তাহলে পুলিশ তাঁকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করুক। আসলে এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। না জেনে কিছু বলতে চাইছি না।
প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচন থেকেই উত্তপ্ত দিনহাটা। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের খবর বারবার উঠে এসেছে। একই ঘটনা ঘটে লোকসভা নির্বাচনের সময়েও। একই ঘটনার পুনরাবৃত্তি বিধানসভা নির্বাচনের আগেও।
বুধবার বিজেপি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।