শীতলকুচির ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবেঃ অমিত শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচি বিধানসভার জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ষড়যন্ত্রকারী’ বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি শনিবারের ৪ জনের মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ বলেছেন তিনি। রবিবার শান্তিপুরে রোড শো করার পর এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে মমতা বলেন, শীতলকুচিতে চার জনের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এতো শোক প্রকাশ করছেন কিন্তু আনন্দ বর্মন নামে এক নতুন ভোটারের প্রাণ হারালো তা নিয়ে কিছু বলছেন না তিনি। আসলে তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর চেয়েও এটি বেশী ভয়ানক।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীর ওপর হামলা

শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচির জোরপাটকিতে হামিদুল হোক, মনিরুল হোক, সামিউল মিঞা এবং আমজাদ হোসেন নামে চার জনের মৃত্যু হয়। চারজনেই তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার সাত সকালেই ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে একজন ১৮ থেকে ২০ বছরের ভোটার। কিন্তু চার জনের মৃত্যুর ঘটনায় তা চাপা পড়ে যায়। রবিবার সেই কথাই আরও একবার উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির তরফে একাধিকবার দাবী করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের কারণেই এই ঘটনা ঘটেছে। আর সেই কথাই উল্লেখ করলেন অমিত শাহ। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের জন্য জনতাকে উস্কানি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচির ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সম্পর্কিত পোস্ট