শীতলকুচি কান্ডে তদন্তভার নিল CID, ৫ মে রিপোর্ট তলব হাইকোর্টের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শীতলকুচি গুলি কান্ডের ঘটনার তদন্ত ভার বৃহস্পতিবারই হস্তান্তর করা হয়েছে সিআইডিকে। শুক্রবার কোচবিহার আরক্ষা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দেবাশীষ ধর।
অন্যদিকে শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। শীতলকুচির গুলি চালানোর ঘটনায় ক্ষতিপূরণ ও তদন্তের গতিপ্রকৃতি জানতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
দায়ের করা হয়েছে দুটি এফআইআর। একটি এফআইআর দায়ের করেছে সিআইএসএফ। অন্যটি তৃণমূল দায়ের করেছে। তদন্তের কী উঠে এসেছে, তা ৫ মে রিপোর্টে জানাতে হবে বলে আদালতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১০ই এপ্রিল চতুর্থ দফা বিধানসভা নির্বাচনের দিন কোচবিহার জেলার মাথাভাঙ্গার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের ৫/১২৬ নং বুথের আমতলি এমএসকে সেন্টারে সিআইএসএফ এর গুলিতে নিহত হন চারজন। মৃতদের নাম হামিদুল মিঁয়া, সামিউল মিঁয়া, মনিরুল মিঁয়া ও নুর আলম।
তারপর থেকেই শীতলকুচির ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ পরিস্থিতি বদলাতে শুরু করে রাজ্য রাজনীতির। ৭২ ঘন্টা সেখানে কোনো জনপ্রতিনিধি পৌঁছতে পারবে না বলে কমিশনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়। ৭২ ঘন্টা কাটতেই শীতলকুচি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
WestBengal Assembly Election2021- রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন, কড়া নিরাপত্তার মাঝে Covid বিধি মেনে চলছে চূড়ান্ত প্রস্তুতি
মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা হবে বলেও আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই এই ঘটনা নিয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সিআইএসএফ এর পক্ষ থেকে। পরবর্তীতে সিআইএসএফ এর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। অবশেষে এই গুলিকাণ্ডের তদন্তভার হস্তান্তর করা হলো সিআইডিকে।
বৃহস্পতিবার থেকেই সরেজমিনে তদন্ত শুরু করেছে সিআইডি বলে এদিন জানান কোচবিহার পুলিশ সুপার দেবাশীষ ধর।