করোনা মোকাবিলায় রবীন্দ্র সদনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ডেস্ক : করোনা মোকাবিলায় মঙ্গলবার রবীন্দ্রসদনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে সমস্ত সরকারি হাসপাতালের প্রশাসনিক প্রধান বা সুপাররা উপস্থিত ছিলেন।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা পরিস্থিতিতে রাজ্যে সেফ হোমের সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে হাসপাতালগুলিতে কোভিড বেডের সংখ্যা বাড়ানো হবে। এই মুহূর্তে শহর কলকাতা এবং রাজ্যের বাড়তে থাকা করোনা পরিস্থিতি সরকারের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে গিয়েছে।

এই অবস্থায় আগেই বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব। সরকারি হাসপাতালের পরিকাঠামো সহ বাকি সব দিক কি অবস্থায় রয়েছে তারই খোঁজ নিলেন তিনি। এই মুহূর্তে করোনা রোগীর চিকিৎসা পরিকাঠামো কিভাবে ঢেলে সাজানো যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

দিন মুখ্যসচিব এদিন সমস্ত সরকারি হাসপাতালে সুপারদের কাছে জানতে চান বর্তমানে যে কভিড পরিকাঠামো রয়েছে তাতে কত সংখ্যক রোগীর পরিষেবা দেওয়া সম্ভব। এবং তিনি এও জানতে চান দ্রুত পরিকাঠামো ঢেলে সাজাতে গেলে কোন হাসপাতালে জন্য কি কি পরিকাঠামো দরকার।

এক্ষেত্রে প্রত্যেক জেলার সি এম ও এইচ দের কাছ থেকে তিনি জানতে চান জেলার কোন কোন হাসপাতালগুলোতে নতুন করে কোভিদ হাসপাতাল হিসেবে নেওয়া যায় তার একটি লিস্ট যেন তাকে দেওয়া হয়। ওই হাসপাতালগুলি কোভিড হাসপাতলে পরিণত করতে গেলে যা করণীয় তাও ডাক্তারদের থেকে তিনি জানতে চান।

এদিন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যতটা সম্ভব রোগী রেফার করা বন্ধ করতে হবে। এক্ষেত্রে যদি কোনো সরকারি হাসপাতাল অন্য হাসপাতলে রেফার করে সেক্ষেত্রে ওই হাসপাতলে রোগীর জন্য নিশ্চিত করেই রেফার করতে হবে।

শহরের বিভিন্ন প্রান্তে করোনা বেড পাওয়ার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হচ্ছে রোগীদের। নবান্ন মনে করছে এই নির্দেশ কার্যকর হলে, সাধারণ মানুষের হন্যে হয়ে ছোটা কিছুটা হলেও কমবে।

সম্পর্কিত পোস্ট