দেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছেন করোনায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লক্ষের কাছাকাছি মানুষ। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৯,৬৯১ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭৬৭ জনের। যা এখনও অবধি সর্বাধিক।
মোট আক্রান্তের সংখ্যা ১,৬৯,৬০,১৭২ জন। সুস্থ হয়েছেন ১,৪০,৮৫,১১০ জন। মোট মৃত্যুর সংখ্যা ১,৯২,৩১১। এই মুহুর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৮২,৭৫১।
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭,১৬০ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬,৬৮৫। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ২৯,৪৩৮ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭,৯৪৪ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,১০৩।
আরও পড়ুনঃ সস্ত্রীক করোনার দ্বিতীয় ডোজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর
করোনার দৈনিক সংক্রমণ যতই বেড়ে চলেছে, ততই পর্যাপ্ত, অক্সিজেন, পর্যাপ্ত বেড এবং জীবনদায়ী ওষুধের অভাব দেখা দেয় দেশের একাধিক রাজ্যে। গত ৪৮ ঘণ্টায় দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। যা নিয়ে বিষয়টি আদালতে গড়ায়। বাড়তি অক্সিজেন চেয়ে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির পরিস্থিতি এতটাই উদ্বেগজনক আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করল দিল্লি সরকার। রবিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অন্যদিকে রাজ্যে এখনও দুই দফার নির্বাচন বাকি। এরই মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পার করেছে। করোনার প্রকোপে মৃত্যু হয়েছে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার।