পদ্মেই থাকছেন, টুইট করে জানালেন মুকুল রায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই বৈশাখে মুকুলের অবস্থান কোথায়? বিধানসভায় শপথ গ্রহণের পর সুব্রত বক্সির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পরে বিজেপির পরিষদীয় বৈঠকে অনুপস্থিতি ঘিরে শুরু হয় জল্পনা। পদ্মের মুকুল কি তবে জোড়াফুলে? এই প্রশ্ন ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরই মাঝে শনিবার টুইট করে জানিয়ে দিলেন তাঁকে নিয়ে জল্পনা যাই-ই হোক না কেন তিনি বিজেপিতেই থাকছেন।

আপাতত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কোনও সম্ভাবনা নেই। এমনটাই টুইট করে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি জানিয়েছেন, রাজ্যে গণতন্ত্র পুনর্বহাল করতে বিজেপির সৈনিক হিসাবে লড়াই জারি রাখবেন তিনি। আমি সকলকে কল্পনা এবং সাজানো গল্প থেকে দুরে সরে থাকার জন্য অনুরোধ করছি। আমার রাজনৈতিক সংকল্প নিয়ে অবিচল আমি।

এবারের নির্বাচনে ২০০ টি আসন পার করার লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করেছিল বিজেপি। বিজেপি ১০০ থেকে অনেক আগেই তাঁদের যাত্রা স্থগিত রয়ে যায়। এমত অবস্থায় দীর্ঘ সময় পর রাজনীতিতে প্রত্যাবর্তন হয় মুকুল রায়ের। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিতে জয়লাভ করেন তিনি।

শুক্রবার শপথ বাক্য পাঠের জন্য বিধানসভায় উপস্থিত হন মুকুল রায়। পরিষদীয় দলের ঘরে গিয়ে সেখানে এক সরকারী আধিকারিকের সঙ্গে কথা বলে শপথ বাক্য পাঠ করেন তিনি। অধিবেশন কক্ষে উপস্থিত তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে বেশপ কিছু সময় ধরে কথা বলেন তিনি। তখন থেকেই শুরু হয় জল্পনা। এরপর বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুকুলের অনুপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে উঠে আসছে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর নাম। তবে এই দু’জনকে বাদ দিয়ে সঙ্ঘ পরিবারের কাউকে সেই পদ দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা সমাপ্ত হয়নি। যদিও এবিষয়ে মুখ খোলেনি রাজ্য বিজেপিও।

সম্পর্কিত পোস্ট