Burdwan Municipality : পৌরসভার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্ধমান শহরে অবাধে চলছে পুকুর বোঝানোর কাজ, পৌরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!

বর্ধমান শহরে অবাধে চলছে পুকুর বোঝানোর কাজ

The Quiry : Burdwan Municipality বর্ধমান জেলাকে বলা হয় মন্দির শহর। এই শহরকে ঘিরে রয়েছে প্রাচীন বহু মন্দির, ঐতিহাসিক স্থাপত্য। তাই সারা বছরই বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও বেড়ে চলেছে। কিন্তু সে অর্থে রাস্তাঘাটে সম্প্রসারণ বাড়েনি। জাতীয় সড়ক ছয় লেনের হলেও শহর বর্ধমান কিন্তু রয়েছে সেই আগের অবস্থায়।

৩৫টি ওয়ার্ড নিয়ে গঠিত বর্ধমান পৌরসভা প্রতিটি ওয়ার্ডের ফুসফুস। অথচ সেই ফুসফুস ভরে যাচ্ছে দূষিত বাতাসে। ভয় দেখিয়ে শাসকদলের কয়েকজন নেতার মদতে বুজিয়ে ফেলা হচ্ছে বড় বড় জলাশয়। আর সেখানে গড়ে উঠছে মাল্টিপ্লেক্স বিল্ডিং। এই কাজের নেশায় নেমেছে তারা। এমনটাই অভিযোগ। শহরে যে কোন সময় যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে মৃত্যু নিশ্চিত বলে আশঙ্কা এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকাশ্যে এমন বেআইনি কাজ হতে দেখেও মহকুমা প্রশাসন কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে।
পরিবেশবিদদের মত, জলাশয় বোজানো হলে বিপদ বাড়বে। টান পড়বে ভূগর্ভস্থ জলে। আর্সেনিক বা ফ্লোরাইডের মতো বিষাক্ত পদার্থ জলে মিশে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। ফলে ক্ষতিগ্রস্থ হবেন মানুষই। আবার পুকুর পাড়ে বাড়ি তৈরি হলে বাড়িগুলির নোংরা, বর্জ্য মিশবে পুকুরে। তা থেকে জল দূষিত তো হবেই, নাব্যতা কমে অচিরেই পুকুর মজে যাবে।

Burdwan Municipality : পৌরসভার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্ধমান শহরে অবাধে চলছে পুকুর বোঝানোর কাজ, পৌরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!

আরও খবর- Ramlala’s Coronation : রামলালার রাজ্যাভিষেক – প্রস্তুত অযোধ্যা বিমানবন্দর , দেখুন রানওয়ের ছবি

অভিযোগ, মাল্টিপ্লেক্স বিল্ডিং তৈরি করেন তারা পুকুরের মালিকদের বেশি দাম দিয়ে অধিকাংশ পুকুর তারা কিনে নিয়েছে। শুরু করছে পুকুর ভরাটের। এদিকে প্রতিটি পুকুরের সঙ্গে একটা সংস্কৃতি জড়িয়ে থাকে এলাকার আচার অনুষ্ঠান বিবাহ থেকে শুরু করে সবকিছু নির্ভর করে পুকুরের ওপর। বর্ধমান শহরের ঐতিহ্যকে মুছে ফেলতে বা ইতিহাসকে যারা কালিমা লিপ্ত করছে, তাদের বিরুদ্ধে নীরব বর্ধমান পৌরসভা। এমনচাই ক্ষোভ এলাকাবাসীর। কবে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন এখন সেটা দেখার অপেক্ষা।

সম্পর্কিত পোস্ট