কোভিড সারিয়ে তিন মাস পরে নেওয়া যাবে ভ্যাকসিন, জানালো কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার ভ্যাকসিন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। কোভিড সারিয়ে তিন মাস পরে নেওয়া যাবে ভ্যাকসিন। এমনটাই নির্দেশ কেন্দ্রের। এমনকি যদি কোনও ব্যাক্তি প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হন, সেক্ষেত্রে করোনা থেকে সুস্থ হওয়ার তিন মাস পরেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
এখনও অবধি কোভিড নিয়ে নতুন কোনও নির্দেশিকা ছিল না। চিকিৎসকদের তরফে বলা হয়েছিল কোভিড হওয়ার চার থেকে ছয় সপ্তাহ পরেই ভ্যাকসিন নিতে পারা যাবে। এমনকি এবিষয়ে দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন চার থেকে ছয় সপ্তাহ পরে ভ্যাকসিন নেওয়া যাবে৷
বুধবার এ নিয়ে বৈঠকে বসে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন। উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল।
কিছুদিন আগেই এক্সপার্টের বৈঠকে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ অবধি করা হয়। যদিও কোভ্যাকসিনের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। যদিও বিরোধীদের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল ভ্যাকসিনের ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত সরকার নিতে বাধ্য হয়েছে। এর পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে বলে দাবী করে কেন্দ্র।
এই মুহুর্তে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেও, প্রতিদিন মৃত্যুর সংখ্যা আশঙ্কা বাড়িয়েছে। কয়েকদিন ধরে মৃতের সংখ্যা ৪ হাজার পার করেছে। ১৭ কোটির অধিক মানুষ এখনও অবধি ভ্যাকসিন নিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সরকারী বৈঠকে জানিয়েছেন, টিকাকরণের পরিমাণ বাড়াতে বদ্ধপরিকর সরকার৷ একইসঙ্গে ভ্যাকসিন অপচয় বন্ধ করার কথাও জানান তিনি।