সেরে উঠুন কমরেড, আলোর পথ দেখান এরাজ্যের বামপন্থীদের…
নয়ন রায়
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। মাপ করবেন কমরেড বললাম বলে। আসলে আমি এই স্টাইলে বলতে ভালোবাসি। আপনি করোনা আক্রান্ত। এই খবর সামনে আসার পর থেকেই এরাজ্যের মানুষ উৎকন্ঠিত। রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা করছেন সকলে।
করোনা পরিস্থিতিতেও অব্যাহত রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন। ক্ষমতা কুক্ষিগত করে শক্তির আস্ফালনে বিচলিত রাজ্যবাসী। এই কঠিন, কঠোর, রুঢ় বাস্তবের মাটিতে সাদা ধুতি-পাঞ্জাবী পড়া পক্ককেশ মানুষটির প্রয়োজনীতা অনুভব করছে বাংলার মানুষ।
সব মিডিয়ার আলোর ফ্ল্যাশব্যাকে চার নেতা। আপনার শারীরিক অবস্থা কেমন থাকছে সেদিকেও নজর রয়েছে বাংলার মিডিয়ার। আসলে আপনি যে বুদ্ধদেব ভট্টাচার্য। এটাই তার মূল কারণ।
আপনার প্রতি মিডিয়ার বাড়তি উন্মাদনা থাকবেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার দল খাদের কিনারায় দাঁড়িয়ে। চলছে আলোর পথ খোঁজার চেষ্টা। আপনার সুস্থ হয়ে ওঠা একান্ত জরুরী। আপনি বাংলার কমিউনিস্ট পার্টির বাইরেও একজন আলোর দিশারী।
বাংলার মানুষের আপনার প্রতি বিনম্র শ্রদ্ধাতো থাকবেই। রাজনীতির এই ভঙ্গুর অবক্ষয়ের আঙিনায় আপনি সমোচ্চারিত শব্দ। বুদ্ধদেব বাবু সংসদীয় গণতন্ত্রের পরিসরে আপনাদের উজ্জল উপস্থিতির অভাব অনুভবে থেকে যাবে।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেকোনো সময় বামপন্থীদের কাছে পথের দিক নির্ণয় কম্পাস কাঁটা। আপনাকে পাটিগণিতের মত কাটাছেঁড়া করাই অন্যায়। আপনাকে নিয়ে একটা গোটা প্রতিবেদন লিখতে গেলে কে বলেছে আদ্যোপান্ত কমিউনিস্ট হতে হবে ?
নাই বা বললাম মার্কসের দর্শন। তার মানে তো এটাতো না যে আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে তার খোঁজ নেব না! বহু প্রতিবেদন যদি লক্ষ্য করা যায় অধিকাংশ প্রতিবেদনে বিভিন্ন সময় বিভিন্ন শব্দে আপনাকে অনেকে মুহূর্তের সরণি বলে থাকেন অনেকে।
আপনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো এটাই তো আপনার ব্র্যান্ডিং। অবশ্য বঙ্গ রাজনীতির মধ্যগগনে কোনদিন আপনি বলেননি যে আমি কবি সুকান্তের ভাইপো। ওই যে শুরুতেই বললাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আপনি কোভিদ মুক্ত হয়ে উঠুন। ব্যাস, এতেই খুশি হবে বাংলার মানুষ।
নারদ মামলার বাজারে আপনাকে টেনে হিজরে নাইবা আনলাম। কেন আনা হবে বলুন তো? আপনাকে তো সিবিআই কোনদিন ডাকেনি। সিবিআই দপ্তরে হত্তে দিয়ে পড়ে থাকতে হয়নি! এই কথাটা লিখছি মানে শাসক দলকে আমি খুশি বা আক্রমণ করছি তা কিন্তু নয়।
ব্যক্তিগত উদ্যোগে ইচ্ছাশক্তির ওপর ভর করে আপনার খোঁজ নিচ্ছি। এটাই বাংলার সৌজন্যে।
তাই কমরেড বলার মতো সৎ সাহস নিয়ে বলছি আপনি ভালো হয়ে উঠুন। পথ দেখান এরাজ্যের বামপন্থীদের। এর থেকে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না।