মিউকরমাইকোসিস রুখতে সতর্কতা জারি রাজ্যের, জারি নির্দেশিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   করোনা পরিস্থিতিতে বেসামাল গোটা দেশ। তার মাঝে মিউকরমাইকোসিসের আগমণ নতুন করে চ্যালেঞ্জ তৈরী করেছে। পশ্চিমবঙ্গে মিউকরমাইকোসিসের বলি হয়েছেন ১। বৃহস্পতিবার রাতে কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে মৃত্যু হয়েছে ওই তরুণীর। তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

কোভিড পরিস্থিতির থেকে শিক্ষা নিয়ে প্রথম থেকে রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে রাজ্যের তরফে।

মিউকরমাইকোসিস মোকাবিলায় ২২ সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটি রাজ্যে মিউকরমাইকোসিস পরিস্থিতি ও তার চিকিৎসা সংক্রান্ত বিষয় তদারকি করবে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এসএসকেএম ও ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই দুটির মধ্যে যে কোনও একটি হাসপাতালকে মিউকরমাইকোসিসের চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে সেখানেই হবে মিউকরমাইকোসিসের চিকিৎসা।

কী কী নির্দেশিকা মেনে চলতে হবে?

  • যেসব জায়গায় ধুলোবালি বেশী বা আবর্জনা জমে যেসমস্ত জায়গায় সেখানে মাস্ক পড়া বাধ্যতামূলক।
  • বাড়ি থেকে অধিক দূরত্বের কোনো জায়গায় গেলে পায়ে জুতো ও মোজা পরতে হবে।
  • বাগানে বা মাটি নিয়ে কাজ করলে, জুতো, লম্বা ঝুলের ট্রাউজার, ফুল স্লিভ শার্ট এবং গ্লাভস পরা জরুরি।
  • স্ক্রাবার দিয়ে গা ঘষে স্নান করা জরুরি।
  • নিয়ন্ত্রনে রাখতে হবে রক্তে শর্করার মাত্রা।
  • নিয়ন্ত্রনে রাখতে হবে হাইপারগ্লাইসোমিয়া।
  • সদ্য কোভিড মুক্তদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
  • নিয়মিত গ্লুকোজ লেভেল পরীক্ষা করতে হবে।
  • অক্সিজেন থেরাপির ক্ষেত্রেও পরিচ্ছন্নতা ও স্টেরিলাইজ করা জল ব্যবহার করতে হবে।
  • ছত্রাকের সংক্রমণ হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে সেদিকেও।
  • কেওএইচ স্টেইনিং ও মাইক্রোস্কোপি, কালচার ইত্যাদি পরীক্ষা করতে হবে।
  • মিউকরমাইকোসিসের কোনো রকম লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।

স্বাস্থ্য দফতরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় প্রতিটি হাসপাতালকে রেডিওডায়গনোসিস, ইন্টারনাল মেডিসিন, ইনফেকশন ডিজিজ, ইএনটি, নিউরোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট, ডেন্টাল সার্জন, ম্যাক্সিলোফেসিয়াল অথবা প্লাস্টিক সার্জন এবং এন্ডোক্রিনোলজিস্টদের নিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে।

সম্পর্কিত পোস্ট