এখনও কমছে না করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত কমে চলেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কয়েকদিন ধরে সেই সংখ্যা আড়াই লক্ষের নীচে রয়েছে। কিন্তু কমছে না দৈনিক মৃত্যুর সংখ্যা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২,২২,৩১৫ জন। মৃত্যু হয়েছে ৪,৪৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২,৬৭,৫২,৪৪৭ জন। মোট মৃতের সংখ্যা ৩,০৩,৭২০ জন৷

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৬,৬৭২ জন। কর্ণাটক এবং কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও কমছে না তামিলনাড়ুর সংখ্যা। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ২৫,৮২০ জন। কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৫,৯৭৯ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১৮,৭৬৭ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৮,৪২২ জন।

করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এই মুহুর্তে ভারতে আক্রান্তের হার ১১.৫৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় প্রায় ২০ লক্ষ টেস্টিং হয়েছে সারা দেশে।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেশী আক্রান্ত হয়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে ভারতের টিকাকরণের প্রক্রিয়া ধীর গতিতে হচ্ছে, তাই আক্রান্তের সংখ্যা এত বেশী। এখনও অবধি ১৯ কোটি ৬০ লক্ষের অধিক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতিতে রাশ টানতে আরও কিছুদিনের লকডাউন বাড়িয়ে দিয়েছে দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানের সরকার। এই মুহুর্তে যে কোনও সাহায্যের জন্য ভারতীয় সেনা তৈরি বলে জানিয়েছেন বিপিন রাওয়াত।

সম্পর্কিত পোস্ট