ত্রুটিপূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টে খারিজ সিবিআইয়ের আবেদন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবেদনে ত্রুটি। সুপ্রিম কোর্টে গৃহিত হল না সিবিআইয়ের আবেদন। আবেদনে একাধিক ত্রুটি থাকায় শীর্ষ আদালতের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৭ তারিখ রাজ্যের চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখার্জীকে গ্রেফতার করে সিবিআই।
নিম্ন আদালতে তরফে চার নেতাকে জামিন দেওয়া হয়। চার নেতার জামিনে স্থগিতাদেশ জারি করে হাইকোর্টে উপস্থিত হয় সিবিআই। কিন্তু দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মতপার্থক্য দেখা দেয়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্তদের জামিন দেওয়া হবে। কিন্তু প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল সেবিষয়ে একমত ছিলেন না।
সেই কারণে বিষয়টি পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে উপস্থিত হয়। সেইসঙ্গে চার অভিযুক্তকে গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা করে সিবিআই। কিন্তু সিবিআইয়ের আবেদনে ত্রুটি থাকার কারণে তা বাতিল করা হয়।
সিবিআই সূত্রের খবর, ত্রুটি শুধরে ফের আদালতে আবেদন করবেন তাঁরা।
অন্যদিকে, সোমবার পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলে। মামলার প্রত্যেকটি অংশ এদিন বিচারপতিরা শোনেন। পরবর্তী শুনানির জন্য বুধবার ঘোষণা করা হয়।