ঝড়ের আগেই কান্তি এল…
শুভজিৎ চক্রবর্তী
কাল আবার প্রকৃতির তান্ডবে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে৷ অথচ এই সুন্দরী গাছের হাওয়া লাগিয়ে নিঃশ্বাস ভরেছে মানুষ। এই দুর্যোগে তাঁদের ভরসা কান্তি গাঙ্গুলি৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু গত তিনবার পরাজিত হয়েছেন। তাতে কী আছে সুন্দরবনের মানুষের কাছে বিশ্বাস কান্তি দা তাঁদের সঙ্গে রয়েছেন৷
এই তো ভোটের আগে বামেদের একটা প্যারোডি বেরিয়েছিল “ঝড়ের আগে কান্তি আসে কেউ তো আসে না”। একদমই তাই। গতবার আমফানের সময় গ্রামের লোকদের নিয়ে কান্তি বুড়ো বাঁধ তৈরির কাজ করেছেন।
আগামীকাল থেকে ভারতে বন্ধ হচ্ছে ফেসবুক-টুইটার ! শোরগোল নেট-দুুনিয়ায়
ঝড়ের রাতেও পৌঁছে গিয়েছিলেন বাড়ি বাড়ি। মৌসম ভবনের অনুমান বুধবার সকালে ঘুর্ণিঝড় ‘যশ’ উপকুলে আছড়ে পড়বে। রাত দিন এক করে গ্রামের মানুষের পাশে পড়ে রয়েছেন প্রবীন বাম নেতা।
অনেকে বলেন সুন্দরবনের ভৌগলিক বিষয়টা তিনি খুব ভালো বোঝেন। দূর্যোগে নরম বাঁধ বেশী সময় টিকতে পারে না। তাই নতুন বাঁধের এবারের নির্বাচনে প্রচারে রেখেছিলেন। কিন্তু এবারেও মানুষ কান্তি গাঙ্গুলির পক্ষে রায় দেয়নি। কিন্তু তিনি জানেন মানুষের পাশে থাকাটা কতটা জরুরী।
রাতের বেলা বাইকে করে ঘুরে দেখছেন শেল্টার হোমগুলির অবস্থা। খাবারের ব্যবস্থা রয়েছে কী না তাও দেখছেন। সুন্দরবনের মানুষের ভরসা ধুতি পড়া, গামছা কাঁধে কান্তি দা তাঁদের পাশে আছেন।