মুখ্যসচিবকে পাঠানো চিঠি ফিরিয়ে নেওয়া হোক, কেন্দ্রের কাছে আবেদন মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার কেন্দ্রের তরফে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠানো হয়৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলিও। এবার কেন্দ্রের এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তিনি বলেন, বাংলার নির্বাচনে হার হয়েছে বলেই প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র। সেই কারণেই কী মুখ্যসচিবের বদলি? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগেই মুখ্যসচিবের মেয়াদ ছয় মাস বাড়ানোর জন্য আবেদন জানায় রাজ্য। কেন্দ্রের তরফে তা তিনি মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়। তারপরেও রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন বদলি করা হল? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, দেশের আর কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় না। একমাত্র বাংলার সঙ্গেই করা হয়। বাঙালি বলেই মুখ্যসচিবের সঙ্গে এই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ মমতার।
একইসঙ্গে তিনি বলেন, যদি কোনও ক্ষোভ থাকে তাহলে তাঁর ওপর দেখাতে। বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রীর পায়ে ধরতে রাজি রয়েছেন তিনি।