ভিন রাজ্যে নারদ মামলা সরাতে মরিয়া সিবিআই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার চার নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখার্জীর অন্তবর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ চার নেতার জামিনের পরেও জমি ছাড়তে নারাজ সিবিআই। এবার মামলা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যেতে চায় তাঁরা৷ এই ঘটনায় নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর ধর্না এবং ব্যাঙ্কশাল আদালতের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েতকে হাতিয়ার করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

১৭ তারিখ চার নেতাকে গ্রেফতারের পর কী কী ঘটনা ঘটেছিল তার বর্ণনা দিতে শুরু করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। অভিযুক্তদের কখন, কোথায় কোন অবস্থায় গ্রেফতার করা হয়েছিল তা জানতে চান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখ্যোপাধ্যায়৷ চার্জশিট ভার্চুয়ালি জমা দেওয়া হয়েছিল কি না প্রশ্ন তোলেন বিচারপতি সোমেন সেন।
জবাবে তুষার মেহতা বলেন, সিবিআই অফিসারদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাঁরা ওইদিন সশরীরে চার্জশিট জমা দিয়ে আসেন।

ওই সিবিআই অফিসের বাইরে যে জমায়েত হয়েছিল তা বিচারব্যবস্থাকে প্রভাবিত করেছে বলে অভিযোগ তোলেন তুষার মেহতা। গ্রেফতার বেআইনি বলে নিজের হাতে আইন তুলে নেওয়া কী সঠিক ছিল?

সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তার বিচারপ্রক্রিয়া কি হওয়া উচিত? প্রশ্ন তোলেন তিনি।

এধরনের ঘটনা আগেও ঘটেছে। এধরনের ঘটনা নতুন কিছু নয় বলে আদালতকে জানান সলিসিটর জেনারেল। কেন্দ্র এবং রাজ্যের মন্ত্রীরা আগেও গ্রেফতার হয়েছেন। তবে এরকম গুণ্ডাগিরি আগে দেখা যায়নি বলে দাবী মেহতার।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয় মামলার শুনানি৷ দুপুর ২ টো থেকে ফের শুনানি। আদালত শুনানির স্থানান্তর নিয়ে কী রায় দেয়? তাকিয়ে গোটা রাজ্য।

সম্পর্কিত পোস্ট