WB Corona- দেশ জুড়ে কমছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তবে আগের থেকে অনেকটাই কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১০৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে আজ সকাল ৮ টায় যে পরিসংখ্যান দেখানো হয়েছে তাতে স্পষ্ট আগের থেকে অনেকটা নিম্নগামী করোনা সংক্রমণের হার। এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ৪০ হাজার ৯৮৮ জন। ৪৪ দিন ধরে ২ হাজারের ওপরে মৃত্যু হয়েছে করোনা আক্রান্তদের।
গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে ২৮৯৯ জনের। এই মুহূর্তে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৩৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে দেশের স্বক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ লক্ষ ১৩৪১৩ জন। যা অনেকটাই কম। সংক্রমনের শীর্ষে তামিলনাড়ু এবং কেরল। তার পরেই রয়েছে কর্ণাটক। করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মহারাষ্ট্র।
অভিষেকের পরই মুকুল পত্নীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ, ক্ষোভের আগুনে জল নাকি অন্য সমীকরন?
অন্ধপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও সুস্থতার হার বাড়ছে ধিরে ধিরে। করোনা সংক্রমণ কমলেও চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ক্রমশ মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে দিল্লিতে ১০৪৪ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন। ৮৯ জন মারা গিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যের স্বাস্থ্যকর্তা গৌতম চৌধুরী। দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন মেডিকা হাসপাতালে। মূলত ভিন রাজ্য থেকে ভ্যাকসিন নিয়ে আসা এবং বন্টনের দায়িত্বে ছিলেন তিনি। বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে সমস্ত মানুষ পান সে দায়িত্ব ছিল তার ঘাড়ে।