২০২৪ মোদি বিরোধী রণনীতি সাজাতে বৈঠকে পাওয়ার-পিকে

।। শুভজিৎ চক্রবর্তী ।। 

৫ রাজ্যের মধ্যে ৩ টির বিধানসভা নির্বাচনে ব্যাপক হার হয়েছে বিজেপির। মমতা বন্দোপাধ্যায় এবং এমকে স্ট্যালিনের এই জয়ের জন্য জাতীয় রাজনীতিতে প্রশংসা কুড়িয়েছেন নির্বাচনী স্ট্র‍্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। ২৪ এর নির্বাচনে মোদি বিরোধী মুখ হিসাবে মমতা বন্দোপাধ্যায়কে সামনে এনে লড়াইয়ে নামতে চাইছে বিরোধী দলগুলি। শুক্রবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে পিকে বৈঠক সেই জল্পনাই উস্কে দিয়েছে। তবে কি এখন থেকে ঘুটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর?

যদিও আনুষ্ঠানিকভাবে এই বৈঠক নিয়ে প্রশান্ত কিশোর জানিয়েছেন, এমকে স্ট্যালিন এবং মমতা বন্দোপাধ্যায়ের জয়ের পিছনে যারা সমর্থন করেছেন সকলের সঙ্গে দেখা করবেন তিনি। তাই শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন তিনি। কিন্তু রাজনৈতিক মহলের মতে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের বীজ এখন থেকেই বপন শুরু হয়েছে।

এমনিতেই বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের সুসম্পর্ক দীর্ঘ দিনের। মমতা বন্দোপাধ্যায় বিরোধী জোটের অন্যতম মুখ হন এবিষয়ে আগেও অভিমত প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সহমত প্রকাশ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সমর্থন করেছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। তাই শুক্রবার পাওয়ার-পিকের মধ্যাহ্নভোজন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। দিল্লির যন্তরমন্তরের পর ব্রিগেডের ময়দানে মহাসমাবেশ করে জোট শক্তি প্রদর্শন করেছিল বিরোধীরা। কিন্তু শেষমেশ তা টেকেনি। ২১ নির্বাচনের বিজেপিকে পরাস্ত করার পর বিরোধী জোটের মুখ হিসাবে মমতা বন্দোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করতে চাইছে সমস্ত দল৷ যদিও এবিষয়ে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, তিনি একা নয়, বরং সকলে মিলে একজোটে লড়াই করতে চান। তার আগে কোভিডের বিরুদ্ধে লড়াই করতে চান।

সম্পর্কিত পোস্ট