Delhi Fire : দিল্লি অগ্নিকান্ডে শেষ হচ্ছে না পোড়া দেহের সারি, বাড়তে পারে মৃতের সংখ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এখনও পর্যন্ত দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ভস্মীভূত তিন তলা বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৭টি মৃতদেহ। এখনও চলছে উদ্ধারকারজ। পোড়া দেহ আর শেষ হচ্ছে না। নিখোঁজ আরও ৩০। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

সূত্রের খবর, অগ্নিকান্ডের সময় প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন ওই তিনতলা বাড়িতে। এখনও পর্যন্ত ৭০জনকে উদ্ধার করা হয়েছে। ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৭ জন মৃতদেহ উদ্ধার হয়েছে। হাহাকার শুরু হয়েছে এলাকা জুড়ে।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেছেন , মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বিশাল অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চার তলা বিল্ডিংটিতে কোনও ফায়ার এনওসি এবং এমসিডি থেকে ছাড়পত্র ছিল না।  তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন,  “মনে হচ্ছে পুরো বিল্ডিংটি বেআইনি ছিল” ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার মুন্ডকায় অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ হিসাবে ৫০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি কেজরিওয়াল ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশও দিয়েছেন।

নির্ধারিত সময়ের আগেই রবিবার আন্দামানে প্রবেশ করছে বর্ষা, তবে বাড়বে অস্বস্তির গরম

দিল্লি পুলিশ জানিয়েছে, উদ্ধারর হওয়া  ২৭টি মৃতদেহের মধ্যে ৬ জনকে শনাক্ত করা গিয়েছে। অন্যান্য মৃতদেহগুলি শনাক্ত করার প্রক্রিয়া চলছে। পুলিশ ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার পর নিখোঁজ হওয়া ২৪ জন নারী সহ ২৯ জন নিখোঁজ ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে।

দিল্লি মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে প্রথম আগুন দেখা যায়। প্রথমে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ২৪টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। আগুনের গ্রাসে চলে যাওয়া বিল্ডিংটিতে মূলত বিভিন্ন সংস্থার অফিস ছিল। সেই অফিসের কর্মীদের অনেকেই অগ্নিকাণ্ডের জেরে আটকে পড়েন।

ফায়ার ব্রিগেড আধিকারিকদের মতে, তারা বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ আগুনের খবর পেয়েছিলেন। এর পরে ৩০ টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট