বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, শীর্ষ আদালতের যাওয়ার হুশিয়ারী শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ১৭ হাজার বিজেপি নেতা ঘরছাড়া। তিন হাজারের অধিক মিথ্যা মামলা রয়েছে। সমস্ত ঘটনা পুনরায় তদন্তের আবেদন জানিয়ে শীর্ষ যাওয়ার হুশিয়ারি শুভেন্দুর।
সোমবার সকালেই বিধানসভার বিরোধী দলনেতা ফেসবুক পোস্টে ঘোষণা করেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন তাঁরা। সেইসঙ্গে করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা এবং টিকাকরণের বিষয়গুলি সম্পর্কে রাজ্যপালকে অবগত করবেন তাঁরা।
এদিন বিকেল ৪ টে থেকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল৷ সেইমতো দুপুর বেলাতেই বিধানসভায় উপস্থিত হন বিজেপি বিধায়করা। প্রায় ৪৮ জন বিধায়ক একজোটে পায়ে হেঁটে রওনা দিলেন রাজভবনের উদ্দেশ্যে। রাজভবনের খোলা বারান্দায় চলে বৈঠক৷
এদিন বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, এসসি এবং এসটি ওপর হামলা করা হয়েছে। ডায়মন্ড হারবারের এসপি এবং সন্দেশখালির আইসিকে একাধিক শাস্তি দিয়েছে কমিশন। ২ তারিখের পর থেকে প্রায় ১৭ হাজারের বেশী বিজেপি কর্মকর্তারা ঘরছাড়া। প্রায় ৩ হাজারের বেশী মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই সমস্ত মামলার কপি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন, রাজ্যের শাসক দলের সন্ত্রাসে প্রশাসন নীরব। তাই রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে উপস্থিত হয়েছেন তাঁরা৷
বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা শেষ নিঃশ্বাস নিচ্ছে৷ রাজ্যপালের কথাতেও ৩৫৬ এর আভাস নিয়ে শুরু হয়েছে জল্পনা।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী দিনে বিধানসভার রোডম্যাপ ঠিক হয় ওই বৈঠকেই৷ সেইসঙ্গে আলোচনায় উঠে আসে ৩৫৬ ধারা লাগুর প্রসঙ্গও।