সেলের সদর দপ্তর স্থানান্তরের অন্যতম কারণ নির্বাচনে বিজেপির পরাজয়, ধর্মেন্দ্র প্রধানকে চিঠি অমিত মিত্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কাঁচামাল বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রতিবাদ জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখেছেন।

তিনি তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে এই অতিমারী পরিস্থিতিতে সংস্থার অস্থায়ী কর্মীরা কাজ হারিয়ে সমস্যায় পড়বেন। তেমনই স্থায়ী কর্মীরাও রাতারাতি অন্য জায়গায় বদলি হতে বাধ্য হবেন।

পাশাপাশি সেলের কাঁচামাল বিভাগ রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলে রাজ্যের হাতে থাকা দুর্গাপুর এবং বার্নপুর ইস্পাত কারখানা কাঁচামালের অভাবে সমস্যায় পড়বে বলেও তিনি চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন।

এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেও অর্থমন্ত্রী চিঠিতে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন আধিকারিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই এক তরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের স্বার্থে এই সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অমিত মিত্র চিঠিতে অনুরোধ জানিয়েছেন।

প্রয়াত হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত

প্রসঙ্গত, রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কথায়,  রাজ্যের এমন দুই সংস্থাকে সমস্যায় ফেলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে কাজ করেন কয়েক হাজার কর্মী। সংস্থা দু’টিকে এভাবে বিক্রির প্রক্রিয়াই শুরু করা হল। প্রয়োজনে এর বিরুদ্ধে রাস্তায় নামব।

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু এবং রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় অভিযোগ করেন, সাম্প্রতিক কালে এরাজ্যে বেঙ্গল কেমিক্যাল সহ একাধিক সংস্থায় একই চেষ্টা হয়েছে। অ্যালয় স্টিল বা ব্রিজ অ্যান্ড রুফ-এর মতো সংস্থায় বিলগ্নিকরণের উদ্যোগ রুখে দেওয়া হয়েছে আন্দোলনের জোরে।

উল্লেখ্য, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কাঁচামাল বিভাগ বিলুপ্ত করার পাশাপাশি , সেলের খনিগুলির বিতরণ করে এর সদর দফতর কলকাতা থেকে রৌরেকেলা এবং বোকারোতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে ওড়িশায় অবস্থিত সেলের খনিগুলি রৌরকেল্লা স্টিল প্ল্যান্টের প্রশাসনিক নিয়ন্ত্রণে আসবে। অপরদিকে ঝাড়খণ্ডের খনিগুলি বোকারো স্টিল প্ল্যান্টের আওতাধীন হবে। সেই সঙ্গে কলকাতার আরএমডি সদর দফতরের কর্মচারীদের রৌরকেল্লা এবং বোকারোতে স্থানান্তরিত করা হবে।

সম্পর্কিত পোস্ট