CBI -র সদর দফতরে আগুন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ CBI -র সদর দফতরে আগুন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই বাইরে বের করে আনা হচ্ছে আধিকারিকদের। আগুন লেগেছে বাইরে পার্কিং এড়িয়াতে। ভেতরে আগুন ঢোকেনি বলেই মনে করছেন দমকল আধিকারিকরা।

বৃহস্পতিবার ১২ টা নাগাদ হঠাতই  দিল্লিতে CBI -র সদর দফতরে আগুন লাগার খবর সামনে আসে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। দমকল দফতরের আধিকারিকরা জানাচ্ছেন অফিসের ভিতরে থাকা সকলকেই বের করে আনা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে দ্রুত জানা যাবে কীভাবে আগুন লাগল।

আজও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দুই ২৪ পরগণায়

এখনও অবধি আগুনের উৎস কী জানা না গেলেও বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকাকরিকরা। সদর দফতরের ভিতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা আটকানো সম্ভব হয়েছে বলে জানান তাঁরা। কোনও গুরুত্বপূর্ণ নথির ক্ষতি হয়েছে কিনা, তা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার পরই জানা যাবে। প্রাথমিক তদন্তে অনুমান, পার্কিং লটের ভিতরে কোথাও শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

সম্পর্কিত পোস্ট