রুদ্ধশ্বাস প্রতারণার ছক বাসন্তীতে, পুলিশের জালে ২ প্রতারক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার এক ব্যক্তির কাছ থেকে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বাসন্তী থানার আই সি আব্দুল রোব খানের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে দুই জন প্রতারক গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ ৪ লক্ষ টাকা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে সুন্দরবনের গোসাবা ব্লকের বাসিন্দা অসিত হালদার কে ব্লাক ম্যাজিক ও কেমিক্যালের সাহায্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখায় ৩ জন প্রতারক।আর লোভের প্রলোভনে প্রতারণা চক্রের শিকার হয় অসিত হালদার। অসিত হালদার কে প্রলোভন দেখায় টাকা দ্বিগুণ করে দেওয়ার।আর সেই প্রলোভনে পা দিয়ে অসিত হালদার ৬ লক্ষ টাকা নিয়ে জ্যোতিষপুর যায়।

সেখানে প্রতারকরা কিছু বিশেষ কেমিক্যাল পাশের রুমে একটি পাত্রে গুলে রাখে।আর একটি রুমে একটি পাত্রে আসল টাকার বান্ডিলটি রাখে। এরপর অসিত হালদারকে পাশের ঘর থেকে কেমিক্যালের পাত্রটি আনতে বলে।অসিত হালদার স্থির বিশ্বাসে চলে যান।

সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে IAS- IPS প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ স্বল্পমেয়াদী প্রশিক্ষণ

আর এই সুযোগে প্রতারকরা প্রকৃত টাকার বান্ডিলটি সরিয়ে তাতে টাকার মতো করে কাটা কাগজের বান্ডিল ঢুকিয়ে দেয়।আর অসিত হালদারকে উক্ত পাত্রে কেমিক্যাল ঢালতে বলেন। কেমিক্যাল ঢালার পর অসিত হালদার কে বলেন ওই পাত্রটি নিয়ে বাড়ি চলে যেতে এবং একদিন বাদে খুলতে।

অসিত হালদার স্থির বিশ্বাসে উক্তপাত্র নিয়ে চলে যায়। বাড়িতে পাত্রটি খুলে তাজ্জব হয়ে যায়। পাত্রে দেখেন যে কেবল কাগজের টুকরো আছে, টাকা নেই। এমনি অভিযোগ। এরপর শুক্রবার রাতে অসিত হালদার এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে জ্যোতিষপুর এলাকা থেকে বাবলু ওরফে মহাদেব মণ্ডল এবং বাসন্তী থেকে দেবু কর্মকার নামে দুই প্রতারক কে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা, বেশ কিছু টাকার মতো করে কাটা কাগজের টুকরো,কিছু কেমিক্যালের কৌটো, প্রতারণা করার কাজে ব্যবহৃত কিছু পাত্র উদ্ধার করে।

এদিকে বাকী আর একজন প্রতারকের খোঁজ চালাচ্ছে পুলিশ।এমনকি এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট