রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়ে আলোচনা, রাজভবনে মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুক্ষণ আগেই রাজ ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়েই মূলত জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেল চারটে থেকে দু’ জনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর৷

শেষবার তাদের লেখা হয়েছিল বিধানসভা অধিবেশন শুরুর দিন। বুধবার ফের নবান্ন থেকে ফেরার পথে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বেশ কিছু বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।

রাজ্যে বিধান পরিষদ তৈরি নিয়ে যখন বিজেপির তীব্র বিরোধিতার মুখে রাজ্য সরকার তখনই রাজ্যপালের সঙ্গে সাক্ষাত বেশ তাতপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিষয় নিয়েই আলোচনা করতে গিয়েছেন তিনি।

কোভিড সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সোজা তিনি বেরিয়ে যান রাজভবনে। সূত্রের খবর পৌনে চারটে নাগাদ রাজভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে রাজ্যপাল সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছু কথা বলতে পারেন বলেও জানা যাচ্ছে।

সরকার গড়লে তালিবানদের সঙ্গে কাজ করার বার্তা ইংল্যান্ডের

বিধানসভায় মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান করার প্রতিবাদে বিধানসভার ৮ টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা।সেই বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন অনেকে।

রাজ্যপাল জাগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক একপ্রকার তলানীতে গিয়ে ঠেকেছে। একের পর এক বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। সম্প্রতি বেনজির আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যপাল জৈন হাওয়ালা মামলায় জড়িত। যদিও সেই সাংবাদিক বৈঠক শেষে কিছুক্ষণের মধ্যেই পাল্টা সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নস্যাৎ করে দেন। আজকের বৈঠক শেষে একপ্রকার স্পষ্ট হয়ে যাবে আজকের আলোচনার বিষয়বস্তু কি ছিল।

সম্পর্কিত পোস্ট