সুন্দরবনে টর্নেডো, এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড এলাকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নৈহাটি, অশোকনগরের পর এবার টর্নেডো সুন্দরবনে। হিঙ্গলগঞ্জ ব্লকে সাহাপুরে টর্নেডো আছড়ে পড়লI সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এখনো দগদগে ঘূর্ণিঝড় যশের ভয়াবহ স্মৃতি। সেই স্মৃতি শুকোতে না শুকোতেই এক মিনিটের টর্নেডো ঝড়ে লন্ডভন্ড এলাকার।
হাফ কিলোমিটার এলাকা জুড়ে টর্নেডো ঝড় আছড়ে পড়ল মঙ্গলবার রাত্রিবেলা। হিঙ্গলগঞ্জ থানা এবং বৈদ্যুতিক সাবস্টেশন ও এলাকার প্রায় কুড়িটি বাড়ি ভেঙে গিয়েছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপরে পড়ে রাস্তা অবরোধ l হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের জয়েন্ট ভিডিও ওম প্রকাশ গুপ্তা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত হাসনাবাদ লেবুখালী সড়ক পরিষ্কার করানোর কাজে নেমে পড়েন l
ছড়াচ্ছে ডেল্টা, চীনের একাধিক শহরে প্রবল আতঙ্ক
প্রায় হাফ কিলোমিটার এলাকাজুড়ে টর্নেডো ঝড় আছড়ে পড়ে এদিন। স্থানীয় সূত্রে খবর, ঝড়ের তাণ্ডবলীলা চলেছে প্রায় আধ ঘণ্টা। এর প্রভাবে হিঙ্গলগঞ্জ থানা এবং বৈদ্যুতিক সাবস্টেশন সহ এলাকার প্রায় কুড়িটি বাড়ি ভেঙে যায়। গাছ ও বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপরে পড়ে রাস্তা অবরোধ হয়ে যায়।
আবহাওয়া দপ্তরের কোনরকম আভাস না থাকায় এলাকার সাধারণমানুষ এই টর্নেডো ঝড়ে হতভম্ব। বুধবার সকাল থেকে রাস্তার উপরে ভেঙে পড়া গাছগুলোকে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলির নামের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের একদিকে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার পাশাপাশি অন্যদিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।