বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রাম থেকে ১১ জনকে গ্রেফতার করল সিবিআই

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: নন্দীগ্রামের চিল্লোগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের ঘটনায় একসঙ্গে ১১ জনকে গ্রেফতার করল সিবিআই। ১১ জনের তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ানের জামাই।

এদিন ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। পরে প্রত্যেককে আটক করা হয়। এরপর হলদিয়া মহুকুমা আদালতে পেশ করে গ্রেফতার করা হয়।

এই তালিকায় নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ানের৷ কিন্তু সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে সুফিয়ানের নাম না থাকায় এটাকে নৈতিক জয় বলে মনে করছেন।

এদিন একঝাঁক তৃণমূল নেতাদের গ্রেফতারিকে ঘিরে নন্দীগ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক নেতাদের অনেকেই গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী।

ঘটনায় বিজেপির অভিযোগ, ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর বিধানসভার একাধিক জায়গায় দাপিয়ে বেড়ায় তৃণমূল৷ তাঁদেরকে প্রতিহত করতে গিয়েই খুন হন দেবব্রত মাইতি৷

পাল্টা তৃণমূলের দাবী, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। কারণ, প্রত্যেকবারেই ১১ জনকে তলব করা হলে উপস্থিত ছিলেন সকলেই।

সম্পর্কিত পোস্ট