থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে বেহাত পুলিশের অধিনে থাকা জমি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে খোদ পুলিশের অধিনে থাকা জমি বেহাত হয়ে যাওয়ায় তা পুনরুদ্ধারে নামল বালুরঘাট থানার পুলিশ। যদিও যে বসতবাড়ির বিরুদ্ধে অভিযোগ সেই বাড়ির মালিক কাগজপত্র দেখিয়ে অভিযোগ অস্বীকার করলেও পুলিশের দাবি তা সঠিক কাগজ নয়।
বুধবার দুপুরে বালুরঘাট থানার পেছনে থাকা বিশাল মাপের পুলিশ আবাসন চত্বরে হঠাৎ বালুরঘাট থানার পুলিশের একটি দল সেটেলমেন্টের লোকজনদের নিয়ে আসে। ফিতা দিয়ে তাদের এই আবাসন চত্বরের পরিমাপ মাপামাপি করতে দেখে আবাসিকদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।
জানা যায় দেশ স্বাধীন হওয়ার পর বালুরঘাট থানার ও জেলা পুলিশের কর্মরত ব্যাক্তিবর্গের পরিবারদের আবাসস্থল হিসেবে বালুরঘাট থানার পেছনে প্রায় ৯ একরের বেশি জমির উপর গড়ে ওঠে। সাতের দশকে পুলিশের পক্ষ থেকে সেখানে বড় বড় আবাসন গড়ে তোলা হলেও তার সীমানার কোন প্রাচীর বা কাটা তারের বেড়া দিয়ে ঘেরা হয়নি।
কিন্তু নয়ের দশকে এসে পুলিশের পক্ষ থেকে যখন অস্থায়ী ভাবে কাটা তারের বেড়া দিয়ে সীমানা ঘেরা হয়। অভিযোগ ততদিনে আবাসন কেন্দ্রের পেছনের দিকের বেশ কিছুটা জমি বেদখল হয়ে গিয়েছে। বাড়ি ঘর কেউ কেউ বানিয়ে নেয়। তারপরেও বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলে এই দখল হওয়া জমি পুনরুদ্ধার করার গরজ জেলা পুলিশের তরফে আর দেখানো হয়নি।
কিন্তু আজ হঠাৎ করে সেই জমি পুনরুদ্ধারে বালুরঘাট থানার পুলিশ নামায় অনেকেই সাধুবাদ জানিয়েছে পুলিশকে। যে বাড়ির মালিকের বিরুদ্ধে এই জমি দখল করার অভিযোগ উঠেছে সেই বালুরঘাট পুরসভার ১১নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকরীবালা লাহার স্বামী শুভেন্দু লাহা অভিযোগ অস্বীকার করেন।
৩৭০ ধারা অবলুপ্তির দ্বিতীয় বর্ষপূর্তি, উঠল “আজাদ হিন্দুস্থান জিন্দাবাদ” স্লোগান
জানান তার কাছে বৈধ জমির দলিল ও রেকর্ড পত্র থাকলেও পুলিশ বিশ্বাস করতে রাজি নয়। তাদের দাবি এই সব রেকর্ড সঠিক নয়। যাবতীয় কাগজপত্র নিয়ে আড়াই অফিসে দেখা করার কথা বলেছে জমি মাপতে আসা রেভিনিউ অফিসার।
অপরদিকে জমি মাপতে আসা সরকারি রেভিনিউ অফিসার অরুন দাস জানান এডি এম সাহেবের নির্দেশে এই জেলা পুলিশের দখলে থাকা ৯ একর ২২ শতক জায়গার মাপ ঝোক করার নির্দেশ দেওয়া হয়েছে। উপরমহলের নির্দেশ অনুযায়ী মাপ জোকের কাজ চলছে তাই সঠিক করে এখনও কিছু বলা না গেলেও কিছু শতক কম পাওয়ার লক্ষন দেখা যাচ্ছে বলে তিনি জানান।যদিও এব্যাপারে বালুরঘাট থানার পুলিশ মুখ খুলতে চায় নি।