বৃষ্টির প্রভাব কমলেও মেঘলা থাকবে আকাশ, উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃষ্টির প্রভাব কমলেও এখনই পিছু ছাড়ছে না। আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায়। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সূত্রের খবর বজ্রগর্ভ মেঘের প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়ার সম্ভাবনা জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কেটে গেলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এখনও সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে। বৃষ্টি কমলেও ঘাটালের বন্যা পরিস্থিতির উন্নতি এখনো হয়নি। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। বৃষ্টির পরিমাণ কমেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছে প্রশাসন।
বিকৃত যৌনাচার, নগ্ন ছবির কারবারে জড়িত পরীমনি, বাংলাদেশের প্রভাবশালী মহলে আতঙ্ক
অন্যদিকে রাজ্যের সেচ দপ্তরের তরফে চিঠি দেওয়ার পরেই জল ছাড়া বন্ধ করা হয়েছে পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে। হাইড্রোলিক অপারেশনের জন্য যেটুকু জল ছাড়তে হয় সেটুকুই ছাড়া হচ্ছে বলে জানানো হয়েছে ডিভিসি তরফে।
১৫ হাজার কিউসেক করে মোট ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুটি ড্যামে। খুলে রাখা হয়েছে একটি করে লকগেট। এই মুহূর্তে ৪৯০ ফুট জল রয়েছে মাইথনে। পাঞ্চেতে জলের পরিমাণ ৪২৩ ফুট। নতুন করে বৃষ্টিপাত যেমন হয়নি, তেমন বাড়েনি জলস্তর। যদিও এই মুহূর্তে কানায়-কানায় ভর্তি রয়েছে মাইথন।