ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু, জয়া সহ যুব TMC নেতৃত্ব
দ্য কোয়ারি ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় রাজনৈতিক জমি তৈরি করতে গিয়ে আবারও আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলটির যুব নেতা দেবাংশু, জয়া দত্ত সহ কয়েকজন আক্রান্ত হয়েছেন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। ঘটনাস্থল আমবাসা।
এর আগে তৃনমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা হয়েছিল আগরতলায়। এবার টিএমসি যুব নেতৃত্বের উপর হামলা হলো।
ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম। তাদের একাধিক সমর্থক খুনের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিরোধীদের উপর হামলার ঘটনায় গত বিধানসভা ভোটের পর থেকে বারবার উত্তপ্ত ত্রিপুরা।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘এই অত্যাচার আপনার অমানবিকতার প্রমাণ। যা খুশি করে নিন। ত্রিপুরায় তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।’
অভিষেক জখম নেতৃত্বের ছবিও পোস্ট করেন। তাতে দেখা যায় সুদীপ রাহা মাথা ফেটে গিয়েছে। জয়ারও গাল কেটে গিয়েছে। গাড়ি ভাঙচুর হয়েছে। জানা যায়, এদিন ধর্মনগরে যাচ্ছিলেন দেবাংশু, সুদীপ, জয়া-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।
অভিযোগ, তখনই রাস্তায় তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে গাড়িতে ইট মারা হয়। এরপর লাঠি, রড দিয়ে হামলা করা হয় বলে।
সরগরম ত্রিপুরার রাজনীতি। ২০২৩-এর মার্চে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। হাতে এখনও দুই বছর সময় রয়েছে। ততদিন যে বিজেপি-তৃণমূল সংঘাত রোজ চলতে থাকবে, তা বলাই বাহুল্য। কিন্তু সেই সংঘাতে কে জিতবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।