বিশ্বে দ্বিতীয় টেস্টটিউব বেবির জন্মদাতা ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের নামে নীলরতন সরকারের ছাত্রাবাস

দ্য কোয়ারি ডেস্ক: রাজ্য সরকার এশিয়ায় প্রথম তথা বিশ্বে দ্বিতীয় টেস্টটিউব বেবির জন্মদাতা ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের কর্মস্থল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্রাবাসটি তাঁর নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রাবাস চত্বরে তাঁর আবক্ষ মূর্তিও বসানো হবে। তিনি যে ঘরে থাকতেন, সেখানে তাঁর স্মৃতি ফলক বসানো হবে বলে সম্প্রতি স্বাস্থ্য দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

উল্লেখ্য ১৯৭৮ সালের ৩ অক্টোবর ডাক্তার মুখোপাধ্যায়ের হাত ধরেই ভারতের প্রথম টেস্টটিউব বেবি ‘দুর্গা’ বা কানুপ্রিয়া আগরওয়ালের জন্ম হয়। সীমিত পরিকাঠামো ও যন্ত্রপাতির সাহায্যে কলকাতায় তার এই গবেষণার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।

রাজ্য সরকারের গড়া একটি তদন্ত কমিটি ওই গবেষনা খারিজ করে দেওয়া হয়। শাস্তিস্বরূপ ভারতের প্রথম টেস্টটিউব বেবির জন্মদাতাকে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি নামক প্রতিষ্ঠানের চক্ষু বিভাগে বদলি করে দেওয়া হয়।

যার ফলশ্রুতিতে তিনি বাধ্য হন আত্মহত্যার পথ বেছে নিতে। ১৯৮১ সালের ১৯ জুন কলকাতায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি৷

সুইসাইড নোটে লেখা ছিল- ‘আই ক্যান্ট ওয়েট ফর অ্যা হার্ট অ্যাটাক টু কিল অর টেক মি অ্যাওয়ে।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘হার্ট অ্যাটাক কখন আমার মৃত্যু ডেকের আনবে, তার জন্য আর অপেক্ষা করতে পারলাম না।’

তাঁর মৃত্যুর পর দেশে সরকারিভাবে টেস্টটিউব বেবির স্রষ্টা টিসি আনন্দ কুমার সহ বেশ কয়েকজন চিকিৎসক ও তার পরিবারের আন্তরিক প্রয়াসে আইসিএমআর দেশের প্রথম টেস্টটিউব বেবির রূপকার হিসেবে সুভাষ মুখোপাধ্যায় কে স্বীকৃতি দেয়।

সম্পর্কিত পোস্ট