করোনার ওষুধ মিলবে দেশে, আসছে চলতি বছরেই

দ্য কোয়ারি ডেস্ক: মহারাষ্ট্রের এক সংস্থার দাবি, করোনার মৃদু ও মাঝারি সংক্রমণের জন্য ওষুধ তারা বের করেছে। পরীক্ষামূলকভাবে এই ওষুধ মানবদেহে প্রয়োগ শুরু করা হয়েছে।

ওষুধ প্রস্তুতকারী সংস্থার আশা, ট্রায়াল শেষ হবে চলতি বছরের মধ্যে। তারপর এটি বাজারে আনা হবে। বিশ্বের সবচেয়ে বড় টিকা প্রস্ততকারক সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এই ওষুধ সংস্থার মূল পৃষ্ঠপোষক।

সংস্থার তরফে দাবি করা হয়,  সাপের বিষ প্রতিষেধক ও জলাতঙ্কের ওষুধ তৈরির পদ্ধতি ব্যবহার করে এবার করোনাভাইরাসের ওষুধ তৈরি করা হচ্ছে। বাজার আসতে চলা অন্যান্য ওষুধের থেকে এটি অনেক বেশি কার্যকরী হবে।

সম্পর্কিত পোস্ট