এবার চন্দ্রযান ৪ – মহাকাশ গবেষণায় আবারো শিরোপা অর্জনের পথে ISRO , বিস্তারিত জানালেন ইসরো প্রধান

এবার চন্দ্রযান ৪ নিয়ে কাজ শুরু

The Quiry : এবার চন্দ্রযান ৪ নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। আগামী চার বছরের মধ্যেই চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসার জন্য পারি দিতে পারে চন্দ্রযান ৪। আপাতত সেই টার্গেট নিয়েই এগোচ্ছে ইসরো। উল্লেখ্য , মহাকাশ গবেষণায় গোটা বিশ্বের কাছে নয়া দিগন্ত খুলে দিয়েছে চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফ্টল্যান্ডিং করছে ইসরোর নভোযান।

আরও খবর- IPL : পান্ডিয়া ইন, রোহিত আউট – ৫ বার আইপিএল জয়ী অধিনায়ককে সরিয়ে দিল মুম্বই

এবার চন্দ্রযান ৪ – মহাকাশ গবেষণায় আবারো শিরোপা অর্জনের পথে ISRO , বিস্তারিত জানালেন ইসরো প্রধান

ইসরো প্রধান আরও জানিয়েছেন , ভারতের স্পেস স্টেশন তৈরির জন্য ইতিমধ্যেই নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে ইসরো। স্পেস স্টেশনের জন্য ইসরো ওই বিদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির মধ্যে একটি কমন ইন্টারফেস তৈরি করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত , আগামী ২০৩৫ সালের মধ্যে মহাকাশে একটি স্পেস স্টেশন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর টার্গেটের কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্পর্কিত পোস্ট