জেটম্যানে চড়ে ভিন্সের নয়া মাইলস্টোন
রিল লাইফ ছেড়ে বাস্তবের মাটিতে দেখা গেল আয়রনম্যানের অন্যরূপ জেটম্যানকে । তবে এই ‘সুপার হিরো’র স্যুট আয়রন ম্যানের থেকে একটু আলাদা
দ্য কোয়ারি ডেস্ক- স্ট্যান লির সুপার হিরো সিরিজ মার্ভেলের হার্ট থ্রব আয়রন ম্যানের কথা সকলেরই মনে আছে । সাধারণ মানুষ হয়েও চোখের নিমেশে যেখানে খুশি উড়ে যায় আয়রনম্যান ।
প্রযুক্তির উপর ভর করেই টনি স্টার্ক বা আয়রনম্যানের এতো খ্যাতি ।
রিল লাইফ ছেড়ে বাস্তবের মাটিতে দেখা গেল আয়রনম্যানের অন্যরূপ জেটম্যানকে । তবে এই ‘সুপার হিরো’র স্যুট আয়রন ম্যানের থেকে একটু আলাদা ।
দূর থেকে ছোটখাটো বিমানের মতো দেখায় । জেটম্যানের ডানার নীচেই রয়েছে ইঞ্জিন, যা একজনকে বেশ কিছু দূর হাওয়ায় ভাসিয়ে নিয়ে যেতে সক্ষম ।
জেটম্যানে চড়ে ভিন্সের মাইলস্টোন
সেই স্যুট পরে মাটি থেকে সোজাসুজি টেক অফ করে প্রায় ২’কিলোমিটার উচ্চতা পর্যন্ত উড়লেন ডেয়ারডেভিল স্টান্টম্যান ভিন্স রেফেট।
Video Courtsey-euronews
‘এক্সপো দুবাই ২০২০’-র প্রস্তুতি উপলক্ষে প্রকাশ্যে আনা হয়েছে জেটম্যান স্যুট। যা দেখে চমকে গিয়েছেন খোদ ক্রাউন প্রিন্সও ।
ইনস্টাগ্রাম হ্যান্ডলে জেটম্যানের ভিডিয়ো শেয়ার করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রসিদ আল মাকতুম ।
তিনি লিখেছেন, ‘‘১০০ শতাংশ স্বাধীন ভাবে মানব উড়ানের ক্ষেত্রে একটি বড় মাইল ফলক।’’
সাফল্যের জন্য ক্রাউন প্রিন্স অভিনন্দন জানিয়েছেন জেটম্যানের টিমকে।চলতি বছরের ২০ অক্টোবর শুরু হবে ‘এক্সপো দুবাই ২০২০’ ।
দুবাইয়ের আকাশে জেটম্যানের সাহায্যে ভিন্স প্রায় ১৮০০ মিটার উপর পর্যন্ত উড়লেন ।
এর আগেও ফ্রান্সে পায়ের নিচে ইঞ্জিন লাগানো এক যন্ত্রের সাহায্যে উড়তে দেখা গিয়েছে ভিন্সকে।
বিমানের মতো কোনও ডানার ব্যবস্থা না থাকায় এতোটা উচ্চতায় তিনি যেতে পারেন নি ।
জেটম্যান স্যুট ব্যবহার করে আগেও উড়তে দেখা গিয়েছে । ইউটিউবে ২০১৬ সালে ভিডিওটি আপলোড হয়।
Video Courtsey- AIRBORNE-FILMS
তবে সেক্ষেত্রে তফাতটা ছিল, জেটম্যানের সাহায্যে ওড়ার জন্যহেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে হত। কিন্তু এবার মাটি থেকেই সোজাসুজি টেক অফ করলেন ভিন্স ।
উড়ান শেষ করে প্যারাস্যুট খুলে সফলভাবে নেমেও আসেন তিনি।
এই প্রযুক্তির লক্ষ্য হল, ভূমি থেকে কোনও কিছুর সাহায্য ছাড়াই কম খরচে একজন মানুষের উড়ে যাওয়ার মতো সফল প্রযুক্তির উদ্ভাবন।
সে পথে অনেকটা সাফল্য লাভ করেছে জেটম্যান । আর তা এই ভিডিয়ো দেখলেই বোঝা যায়।
জেটম্যানে চড়ে ভিন্সের মাইলস্টোন, পরবর্তী ধাপ ল্যান্ডিং
পরের ধাপ হল যে ভাবে ভূমি থেকে জেটম্যানের সাহায্যে টেক অফ করা সম্ভব, সে ভাবেই প্যারাস্যুট ছাড়াই সফল ল্যান্ডিং ।
জেটম্যান সর্বোচ্চ গতিবেগ ছিল ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টা ।
জেটম্যানের উড়ানের একাধিক ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সেখানে শুধু মাটি থেকেই ক্যামেরাবন্দি দৃশ্যই নয়, জেটম্যানের ডানায় বা ভিন্সের হেলমেটে আটকানো অ্যাকশন ক্যামেরার সাহায্যে তোলা ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে।
আর তাতেই বেড়েছে উন্মাদনা ।