হাতিনালার জলে প্লাবিত লক্ষ্মীপাড়া চা বাগানের ফ্যাক্টারি লাইন এলাকা, বানারহাট নাগরাকাটা গামী সড়ক অবরোধ স্থানীয়দের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাহাড়ের জল ছাড়ায় প্লাবন লক্ষ্মীপাড়া চা বাগানের ফ্যাক্টারি লাইন এলাকায়।জল যন্ত্রনার সমস্যায় ভোগান্তির শিকার কয়েকশো মানুষ।সমস্যা সমাধানের দাবিতে বানারহাট নাগরাকাটা গামী সড়ক অবরোধ।
অবরোধকারীদের দাবি এই এলাকায় তেমন বৃষ্টি না হলেও হাতিনালার জলে প্লাবন দেখা দেয় মাঝে মধ্যেই।এই প্লাবনের শিকার অধিকাংশই চা বাগানের শ্রমিক।বাগানে কাজে যাওয়ার পর প্লাবন দেখা দেওয়ায় ঘরের জিনিস পত্র জল ঢুকে নষ্ট হয়ে যায়।বারংবার সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাগানের বাসিন্দারা।
তিন মাসের জন্য অনিল কন্যাকে সাসপেন্ড করল সিপিএম
উল্লেখ্য রাতভর বৃষ্টির ফলে ভোরের দিকে লক্ষীপাড়া চা বাগানের ফ্যাক্টরি লাইন, মসজিদ লাইন ইত্যাদি এলাকার শতাধিক বাড়িতে জল ঢুকে পড়ে। রাস্তাঘাট সবকিছু জলের তলায় চলে যায়। ঘরে জল ঢুকে পড়ায় দুর্ভোগের শিকার হন বাসিন্দারা । খাবার তৈরীর মতো পরিস্থিতি ও অনেকের বাড়িতেই নেই বলে দাবি।
ক্ষুদ্ধ বাসিন্দারা সকাল সাড়ে আটটা থেকে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের জেরে জাতীয় সড়কে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বানারহাট থানার আইসি শান্তনু সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে ।
তবে অবরোধকারীরা প্রশাসনের কোন আধিকারিক এসে সমস্যা সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ তুলবেন না বলে জানিয়ে দেন। অবশেষে বানারহাট এর বিডিও প্রহ্লাদ বিশ্বাস ঘটনাস্থলে এসে জলমগ্ন এলাকাগুলো ঘুরে দেখেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে ঘন্টাখানেক পর অবরোধ উঠে যায়।